শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞদের প্রাধান্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ এএম, ১৪ জুন ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞদের প্রাধান্য

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলটির হেডকোচ সিলভারউড ঘোষিত দল নিয়ে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী। ইনজুরির কারণে দলের দুই মূল খেলোয়াড়কে না পেলেও অভিজ্ঞদের উপর আস্থা রাখছেন কোচ। 

দলে তেমন কোন বড় পরিবর্তন না থাকলেও টি-টোয়েন্টি দলে দীর্ঘদিন পর ফিরেছেন ওয়ানডের নিয়মিত মুখ ক্রিস ওকস। প্রায় ৫ বছর পর তিনি এই ফরম্যাটে সুযোগ পান। এছাড়া দলে আবারও সুযোগ হয়েছে ডেভিড উইলি ও লিয়াড ডউসন।

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড দল তাদের অন্যতম সেরা দুই খেলোয়াড়কে পাচ্ছে না। ইনজুরির কারণে এই সিরিজে খেলা হচ্ছে না বেন স্টোকস এবং জোফরা আর্চারের।

ইনজুরির কারণে তাদের দলে না পেলেও কোচ মনে করেন তাদের পরিবর্তে দলে সুযোগ পাওয়া অভিজ্ঞ দুই ক্রিকেটারও নিজেদের জাত চেনাবেন। তিনি বলেন, 'তাদের ইনজুরিতে আমি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে পরীক্ষা করার সুযোগ পাচ্ছি। উকস এবং উইলি দুইজনই অভিজ্ঞ ক্রিকেটার। আমি চাই খেলোয়াড়েরা আগ্রাসী খেলুক। আমাদের সামর্থ্য দ্বারা আশা করি ইংল্যান্ডের সমর্থকদের খুশি করতে পারব।'

ঘোষিত টি-টোয়েন্টি দল: ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, স্যাম কারান, টম কারান, লিয়াম ডওসন, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফজলে মাহমুদের ব্যাটে পারটেক্সকে হারালো প্রাইম দোলেশ্বর

ফজলে মাহমুদের ব্যাটে পারটেক্সকে হারালো প্রাইম দোলেশ্বর

পিএসএল থেকে সরে দাঁড়ালো হাসান আলি

পিএসএল থেকে সরে দাঁড়ালো হাসান আলি

সাকিবের পরিবর্তে নতুন নেতৃত্বে মোহামেডান

সাকিবের পরিবর্তে নতুন নেতৃত্বে মোহামেডান

প্রোটিয়াদের বিপক্ষে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

প্রোটিয়াদের বিপক্ষে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ