টেস্ট হেরে টি-টোয়েন্টিতে ‘রাগ’ দেখালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ এএম, ২৮ জুন ২০২১
টেস্ট হেরে টি-টোয়েন্টিতে ‘রাগ’ দেখালো ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের দুই টেস্টে প্রোটিয়াদের কাছে বাজেভাবে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর দ্বিতীয় টেস্টেও হারে বড় ব্যবধানে। টেস্টের সেই 'রাগ' যেন এবার প্রোটিয়াদের উপর ছাড়লো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে 'পাত্তা'ই দিলো না তারা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার (২৬ জুন) প্রোটিয়াদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তু নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের করা ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

টস হেরে ব্যাট করতে নামা প্রোটিয়াদের হাল ধরেন রাসি ফন ডার ডুসেন। ডুসেন ৩৮ বলে ৫৬ রান করেন। এছাড়া ব্যাট হাতে সফল ছিলো কুইন্টন ডি ককও। তার ব্যাট থেকে আসে ৩৭ রান। বাভূমা ও হ্যান্ড্রিক্স করেন যথাক্রমে ২২ ও ১৭ রান। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬০ রান।

ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ২টি, ফ্যাবিয়েন এলেন ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল।

১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এভিন লুইসের বিধ্বংসী ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। লুইস ২০২ স্ট্রাইক রেটে ৩৫ বলে ৭১ রান করেন। লুইসকে যোগ্য সঙ্গী দেন আন্দ্রে ফ্লেচার। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ৩০ রান। এ দুইজনের ব্যাটের উপর ভর করে ১৫ ওভারেই দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়রা।

দক্ষিণ আফ্রিকার শামসি একটি উইকেট শিকার করেন। ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন এভিন লুইস।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

চ্যাম্পিয়ন হতে আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে : পাপন

চ্যাম্পিয়ন হতে আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে : পাপন

‘বিকল্প’ হিসেবে টেস্ট দলে মাহমুদউল্লাহ

‘বিকল্প’ হিসেবে টেস্ট দলে মাহমুদউল্লাহ