টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান ল্যাবুশেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ এএম, ২১ জুলাই ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান ল্যাবুশেন

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করেছেন মার্নাস ল্যাবুশেন। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের নিজের সামর্থ্যের জানান দিলেও এখনও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলেননি তিনি। কাউন্টি ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত পারফর্ম করার পর চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করেন।

টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামেননি মার্নাস ল্যাবুশেন। সর্বশেষ কয়েকবছর ধরে বিগব্যাশে দূর্দান্ত ফর্মে আছেন তিনি। এছাড়াও সম্প্রতি কাউন্টি ভাইটালিটি ব্লাস্টেও দূর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ভাইটালিটি ব্লাস্টে আট ম্যাচে ৫০ গড়ে করেছেন ৩৯০ রান। স্ট্রাইকরেট ছিল ঠিক টি-টোয়েন্টি সুলভ। ব্যাট হাতে ১৪০ স্ট্রাইকরেটের পাশাপাশি বল হাতে ৯ উইকেট শিকার করেছেন তিনি।

সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। ঠিক সে সময়ই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করলেন ল্যাবুশেন। একই সাথে তিন ফরম্যাটেই নিয়মিত দলে থাকতে চান।

ল্যাবুশেন বলেন, ‘আমি বিশ্বকাপে থাকতে চাই। আমি সবসময় অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলতে চাই। তবে এ ফরম্যাটের জন্য আমার নতুন করে কিছু করার নাই। আমি আমার সামর্থ্য দেখিয়েছি। পাশাপাশি আমার কিছু উন্নতি করার দরকার।’

আরও বলেন, ‘আমাকে দলে নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্বাচকদের উপর নির্ভরশীল গ্ল্যামারগনে আমার টি-টোয়েন্টিতে বেশ উন্নতি হয়েছে। আমি এখন তিন বা চারে ব্যাটিং করতে পারি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উদ্বোধনী দিনেই অলিম্পিকে মাঠে নামছেন রোমান সানা

উদ্বোধনী দিনেই অলিম্পিকে মাঠে নামছেন রোমান সানা

মন্ত্রী হয়েও ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি

মন্ত্রী হয়েও ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি

জিম্বাবুয়েও টি-টোয়েন্টি খেলছেন না তামিম, শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজেও

জিম্বাবুয়েও টি-টোয়েন্টি খেলছেন না তামিম, শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজেও

ফিঞ্চের ইনজুরিতে অধিনায়কত্ব পেলেন ক্যারি

ফিঞ্চের ইনজুরিতে অধিনায়কত্ব পেলেন ক্যারি