মেহেদীর পছন্দ নতুন বলের চ্যালেঞ্জ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৬ আগস্ট ২০২১
মেহেদীর পছন্দ নতুন বলের চ্যালেঞ্জ

অস্ট্রেলিয়ার বিপক্ষ চলমান সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে অজিদের ১৭টি উইকেট নিয়েছে টাইগার বোলাররা। মূলত অস্ট্রেলিয়াকে স্বল্প রাখে বেঁধে রেখে জয় ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়েছে বোলাররা। দুই ম্যাচে তরুণ টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান নিয়েছেন ২টি উইকেট।

প্রথম ম্যাচে প্রথম বলেই উইকেট নেওয়া তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান জানালেন, সীমিত ওভারের ক্রিকেটে নতুন বলে বোলিং করতে পছন্দ করেন তিনি। পাওয়ার প্লেতে ডট বল দিয়ে ব্যাটসম্যানদের বেঁধে রাখার চ্যালেঞ্জ বেশ উপভোগ করেন।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠে নামার আগের দিন বৃহস্পতিবার (৫ আগস্ট) বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মেহেদি বলেন, ‌‘টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বলে বোলিং করতে পছন্দ করি। প্রথমত, যেটা মাথায় থাকে তা হলো, ডট বল করা। পাওয়ার প্লেতে যত রান ছাড়া বল করা যায়..। কারণ, পাওয়ার প্লেতে সবাই চায় সার্কেল ব্যবহার করতে। ছয় ওভারের পর তো পাঁচ ফিল্ডার বাইরে থাকে। তার আগেই বেশিরভাগ ব্যাটসম্যান রান বড় করার জন্য ঝুঁকি নিতে চায়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া দুই ম্যাচে পাওয়ার প্লের ১২ ওভারের ১০টিই করেছে স্পিনাররা। এর মধ্যে চার ওভারে মেহেদি হাসান নিয়েছেন দু’টি উইকেট। তিনি বলেন, ‘পাওয়ার প্লেতে আমার লক্ষ্য থাকে যত ডট বল করা যায়। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে যত সম্ভব চাপে রাখা যায়। বিশেষ করে, আমাদের কন্ডিশনে ব্যাপারটা তো আরও বেশি। তবে লাইন-লেংথ খুব গুরুত্বপূর্ণ।’

সিরিজে ব্যাটসম্যানদের চেয়ে পারফরম্যান্সে এগিয়ে রয়েছে বোলাররা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে আটকে রাখে ১২১ রানে। বোলারদের সাথে ফিল্ডিংয়ে টাইগারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

ম্যাচের ফিল্ডিং নিয়ে মেহেদী বলেন, ‘ফিল্ডিংটা আসলে নিজের কাছে। নিজে চাইলে ফিল্ডিংয়ে উন্নতি করা যায়। আর ভেতরে ক্ষুধা থাকলে উন্নতি করা সম্ভব। শেষ কয়েকটা সিরিজ ধরে আমাদের ফিল্ডিং ভালো হচ্ছে। সাকিব ভাই, রিয়াদ ভাই আছেন, যখন যে পজিশনে যে ফিল্ডারটা দরকার, উনারা সেভাবেই সেট করেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এখন তরুণ ভালো ফিল্ডার আছে। আফিফ, শামীম এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশে তারাই সম্ভবত সেরা ফিল্ডার। এদের দেখেও আমরা অনেক কিছু শিখতে পারি। তারা কীভাবে বলের কাছে দ্রুত যায়। তাদের সামর্থ্য এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

আফিফ-সোহানের পরিপক্বতায় দুশ্চিন্তা কমেছে মাহমুদউল্লাহর

আফিফ-সোহানের পরিপক্বতায় দুশ্চিন্তা কমেছে মাহমুদউল্লাহর

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব-মোস্তাফিজের উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব-মোস্তাফিজের উন্নতি

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ