সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১
সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের তামিম ইকবালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ম্যাচে সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২১ বলে ২৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ম্যাচে কিউইদের কাছে হারলেও রেকর্ড নিজের করে নিয়েছে কাপ্তান রিয়াদ।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০২ ম্যাচে মাঠে নেমেছেন রিয়াদ। এ সময়ে ৯৪ ইনিংসে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। ২৪.২৬ ব্যাটিং গড়ে ১৭৭১ রান করেছেন অধিনায়ক রিয়াদ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাফসেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ার সেরা অপরাজিত ৬৪ রান।

দ্বিতীয় স্থানের সাকিবের সংগ্রহ ৮৮ ম্যাচে ১৭৬৩ রান। তার ব্যাটিং গড় ২২.৮৯ এবং স্ট্রাইক রেট ১২১.৪১। তবে হাফ সেঞ্চুরির দিক থেকে মাহমুদউল্লাহ থেকে ঢের এগিয়ে আছেন সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯ টি অর্ধশতক করেছেন তিনি।

তিন নম্বরে আছেন ওপেনার তামিম ইকবাল। পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৪ ম্যাচ খেলে তার সংগ্রহ ১৭০১ রান। গড় ২৪.৬৫ এবং স্ট্রাইকরেট ১১৭.৪৭। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরির মালিকও তিনি।

তালিকার চতুর্থ স্থানে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সংগ্রহ ১৩২১ রান। পঞ্চম স্থানে থাকা সৌম্য করেছেন ১১০৯ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশের হারের স্বাদ

সিরিজ জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশের হারের স্বাদ

নাদির শাহ’র স্মরণে নীরবতা, কালো ব্যাজ পরে খেলছেন টাইগাররা

নাদির শাহ’র স্মরণে নীরবতা, কালো ব্যাজ পরে খেলছেন টাইগাররা

বিশ্বকাপে আফগানদের খেলতে দিতে চান না পেইন

বিশ্বকাপে আফগানদের খেলতে দিতে চান না পেইন

বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান