সিরিজ জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশের হারের স্বাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১
সিরিজ জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশের হারের স্বাদ

প্রথম চার ম্যাচেই তিন জয়ে সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডের কাছে ২৭ রানের ব্যবধানে হেরে গেছে টাইগাররা। নিউজিল্যান্ডের এ জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ৩-২ ব্যবধানে শেষ হলো।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। সিরিজের পাঁচ ম্যাচে এটাই সর্বোচ্চ স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৪ রান করে বাংলাদেশ।

নতুন উইকেটে নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে বাংলাদেশ। পঞ্চম ওভারে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২১ বলে তিন চারে ২৩ রানে আউট হন ওপেনার লিটন কুমার দাস।

বাঁহাতি স্পিনার অ্যাজাজের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে ব্যর্থ হন, ব্যাটের কানায় লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ফিল্ডার কুগেলাইন বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এব ক্যাচ নেন।

দ্বিতীয় উইকেট পতনে সাজঘরে ফিলের সৌম্য সরকার। সিরিজের শেষ ম্যাচে প্রথমবার খেলতে নেমে হতাশ করেন এ টাইগার ব্যাটার। ৯ বল খেলে মাত্র ৪ রান করে ফিরেন তিনি। ৬ দশমিক ৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৮ রান।

বড় সংগ্রহর আভাস দিয়েও পারেননি অপর ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ২১ বলে ২৩ রান করে বিদায় নেন এ বাঁহাতি ওপেনার। ফলে ৭ দশমিক ২ ওভারে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৯ রান।

নিউজিল্যান্ডের পেস-স্পিনের সম্মিলিত আক্রমণে বাংলাদেশকে রান নেওয়া থেকে আটকে রাখে। ফলে ১৫ ওভার শেষে বাংলাদেশে রান হয় ৪ উইকেটে ১০৬। একই সময়ে নিউজিল্যান্ডেরও প্রায় সমান ৪ উইকেটে ১০৭ রান ছিল।

১৬তম ওভারে সাজঘরে ফিরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২১ বলে ২৩ রান করে আউট হন তিনি। ফলে ১৬তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় রান ৫ উইকেট ১০৯। এরপর ৪ বলে ৪ রান করে সোহান আউট হলে ১৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১১৩।

এরপর বিশ্বকাপের দলে জায়গা পাওয়া শামীম হোসেন পাটয়ারীও ব্যর্থ হন। ৫ বলে ২ রান করে শামীম আউট হলে ১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১৬। ৮ নম্বর উইকেট হিসেবে সাজঘরে ফিরেন তাসকিন আহমদে। ৪ বলে ৯ রান করেন তিনি। ১৯তম ওভার শেষে ৮ উইকেটে ১২৭ রান দাঁড়ায় বাংলাদেশ।

হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে রান আসে ৭ রান। ১৩৪ রানে থামে বাংলাদেশ। ব্যাট হাতে আফিফ হোসেন ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৯ রানে অপারজিত থাকেন। অন্যদিকে ৩ বলে ৩ রান নিয়ে অপরাজিত ছিলেন নাসুম আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৬১/৫ (অ্যালেন ৪১, রবীন্দ্র ১৭, ল্যাথাম ৫০*, নিকোলস ২০, ম্যাকনকি ১৭*; তাসকিন ৪-০-৩৪-১, নাসুম ৩-০-২৫-১, শরিফুল ৪-০-৪৮-২, মাহমুদউল্লাহ ৩-০-১৭-০, সৌম্য ২-০-১৪-০, আফিফ ৩-০-১৮-১)।

বাংলাদেশ : ২০ ওভারে ১৩৪/৮ (নাঈম ২৩, লিটন ১০, সৌম্য ৪, মুশফিক ৩, আফিফ ৪৯*, মাহমুদউল্লাহ ২৩, সোহান ৪, শামীম ২, তাসকিন ৯, নাসুম ৩*; ডাফি ৪-০-২৫-১, এজাজ ৪-০-২১-১, কুগেলাইন ৩-০-২৩-২, ম্যাকনকি ৩-০-২৫-১, সিয়ার্স ৩-০-২১-১, রবীন্দ্র ৩-০-১৯-১)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে : রিয়াদ

টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে : রিয়াদ

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

নাদির শাহ’র স্মরণে নীরবতা, কালো ব্যাজ পরে খেলছেন টাইগাররা

নাদির শাহ’র স্মরণে নীরবতা, কালো ব্যাজ পরে খেলছেন টাইগাররা

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম