বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

রশিদ খানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে দল ঘোষণার দশ মিনিট পরেই অধিনায়কত্ব ছেড়ে দেন দিয়েছেন তিনি।

দল ঘোষণার দশ মিনিটেই টুইট করে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ খান। টুইটে তিনি জানান, বিশ্বকাপের স্কোয়াড তৈরির জন্য তার কোনো মতামত নেওয়া হয়নি। এমনকি দল নির্বাচনের সময়ও তিনি ছিলেন না।

টুইটে রশিদ খান বলেন, ‘অধিনায়ক হিসেবে এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল নির্বাচনে অংশ নেওয়ার অধিকার ছিল আমার। নির্বাচক কমিটি আমার মতামতকে এড়িয়ে দল ঘোষণা করেছে। আমি টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন রশিদ খান। আসগর আফগানকে সরিয়ে তার উপর দায়িত্বভার দেয় এসিবি।

এর আগেও আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ খান। তার অধিনায়কত্বে ১৬ ওয়ানডেতে মাত্র ৬ টি জয় পেয়েছে আফগানরা।

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর অধিনায়ক থেকে গুলবাদিন নায়েবকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রশিদ খান।

চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’ তে খেলবে আফগানিস্তান। এ গ্রুপে আফগানিস্তানের সঙ্গী ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এছাড়াও প্রাথমিক পর্ব শেষে আরও দুইটি দল যোগ দিবে এ গ্রুপে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন শেহজাদ-শাপুর

আফগানিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন শেহজাদ-শাপুর

হাতের ইনজুরিতে মাঠের বাইরে এনামুল বিজয়

হাতের ইনজুরিতে মাঠের বাইরে এনামুল বিজয়

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

মেন্টর হওয়ায় ধোনির বিরুদ্ধে মামলা

মেন্টর হওয়ায় ধোনির বিরুদ্ধে মামলা