বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ এএম, ১১ অক্টোবর ২০২১
বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

সংযুক্ত আরব আমিরা ও ওমানে রোববার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ আসর। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে এবারের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে সুপার টুয়েলভ-এ খেলতে পাড়ি দিতে হবে প্রাথমিক পর্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল মূল পর্বে এখন পর্যন্ত জয় মাত্র একটি। তবে এবার আরও স্বপ্ন দেখেছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক অধিনায়ক ও বিসিবির এই পরিচালকের বিশ্বাস, এবারের বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ।

রোববার (১০ অক্টোবর) মিরপুরে বিভাগীয় ক্রিকেট কোচদের সাথে এক বৈঠক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এন কথা বলেন।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের বেস্টটা খেলবে। আমি বলেছি, বাংলাদেশ সেমি-ফাইনাল খেলবে, এটা আমি বিশ্বাস করি।’

২০ ওভারের বিশ্বকাপে আয়ারল্যান্ড, হংকংয়ের কাছেও বাংলাদেশ ক্রিকেট দলের হারের অভিজ্ঞতা আছে। খালেদ মাহমুদ সুজনও এটা বিশ্বাস করেন। তবে আগের চেয়ে বাংলাদেশ এখন অনেক আলাদা এবং অভিজ্ঞ।

সুজন বলেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে- নিউজিল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় টিম থাকতে আমরা (বাংলাদেশ) কীভাবে সেমি-ফাইনাল খেলবো? আমি বলবো- এ সংস্করণটা (টি-টোয়েন্টি) এমন একটা সংস্করণ, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় ৫টি। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর ২০১৪ আসরে দুটি (নেপাল ও আফগানিস্তান) এবং ২০১৬ সালে ওমান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি চার জয় সবগুলোই প্রাথমিক পর্বের।

তবে জাতীয় দলের সাবেক এ অধিনায়কের বিশ্বাস, টপ-অর্ডারের ব্যাটাররা ভালো করলে বাংলাদেশ যেকোন দিন যেকোন দলের জন্য ভঙ্ককর হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, ‘আমরা কিন্তু এর আগেও ইন্ডিয়ার সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। জেতা ম্যাচ আমরা হেরেছি। বার বার তো আমরা এক ভুল করবো না। আমার টিমে মুশফিক, সাকিব, রিয়াদ, মোস্তাফিজ যারা সিনিয়র প্লেয়ার আছে। যদি টপ-অর্ডার জ্বলে ওঠে, আমি বলবো- লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখ আছে -তারা যদি জ্বলে ওঠে আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।’

খালেদ মাহমুদ সুজন আরও বলেন, ‘আমি বলবো যে, যারা খেলবে, তারা যেন নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারে। হয়তোবা শেষ ম্যাচে সাকিব-মোস্তাফিজ-রিয়াদ খেলেনি। তবে এদের তো টিমের সঙ্গে খেলতেই হবে। সবাই পরীক্ষিত ক্রিকেটার।’

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী

ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী

চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল সাইফউদ্দিন

চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল সাইফউদ্দিন

মুশফিক-সৌম্যর ব্যর্থতা ছাপিয়ে দারুণ প্রস্তুতি সারলো টাইগাররা

মুশফিক-সৌম্যর ব্যর্থতা ছাপিয়ে দারুণ প্রস্তুতি সারলো টাইগাররা