টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ এএম, ২১ জানুয়ারি ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরের রেশ কাটতে না কাটতেই আবারও হাজির আরেক আসর। ২০২২ সালের আসরকে সামনে রেখে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এবারের আসরের সূচিও।

শুক্রবার (২১ জানুয়ারি) প্রকাশিত সুচিতে দেখা যায়, বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ ‘বি’তে যেখানে টাইগারদের প্রতিপক্ষ ভারত পাকিস্তানের মতো এশিয়ার দুই পরাশক্তি। ভারত পাকিস্তান ছাড়াও এই গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ বাকি দুই ম্যাচ খেলবে প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুই দলের সঙ্গে।

আগের আসরে প্রথমপর্ব খেলে মূল পর্বে যেতে হয়েছিল বাংলাদেশকে। এবার আর সেই ঝামেলা থাকছে না। আইসিসি আগেই নিশ্চিত করেছিল যে, আগের আসরের সুপার টুয়েলভ শেষে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আট দল সরাসরি পরের আসরের মূল পর্বে খেলবে। তখন সেরা আটের মধ্যে থাকায় এবারের আসরে সরাসরি অংশগ্রহণ করবে বাংলাদেশ।

২০২২ সালের আসর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৬ অক্টোবর থেকে। সেখানে প্রথম পর্ব পেরিয়ে সেরা চার দল যোগ দিবে সুপার টুয়েলভে। এরপর সেরা ১২ দলকে নিয়ে ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ।

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। হোবার্টে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে টাইগাররা।

৩০ অক্টোবর ব্রিসবেনে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচে অ্যাডিলেডে ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রিয়াদ বাহিনী।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ গ্রুপিং

গ্রুপ-১ : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, এ-১, বি-২
গ্রুপ- ২ : ইন্ডিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বি-১, এ-২

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত বছর শেষে পুরস্কৃত হলেন বাবর আজমরা

দুর্দান্ত বছর শেষে পুরস্কৃত হলেন বাবর আজমরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন রশিদ খান

নাহিদার বোলিং তোপে উড়ে গেল কেনিয়া, বাংলাদেশের বড় জয়

নাহিদার বোলিং তোপে উড়ে গেল কেনিয়া, বাংলাদেশের বড় জয়

মাশরাফির হাতে ধরে বাংলাদেশে বিশ্বসেরা HJC ব্র্যান্ডের হেলমেট

মাশরাফির হাতে ধরে বাংলাদেশে বিশ্বসেরা HJC ব্র্যান্ডের হেলমেট