অবশেষে কাউন্টি খেলছেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৪ মে ২০১৮
অবশেষে কাউন্টি খেলছেন কোহলি

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না খেলে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাচ্ছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কোহলিকে কাউন্টি খেলার অনুমতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। নানা গুঞ্জন শেষে কাউন্টি দল সারের সঙ্গে চুক্তিও করেছেন কোহলি।

কোহলির সঙ্গে চুক্তি নিয়ে সারে দলের ক্রিকেট ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট জানান, ‘বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় তারকা কোহলির সঙ্গে চুক্তি সম্পন্ন করে আমরা অভিভূত। তার সঙ্গে খেলতে এবং অনুশীলন করতে পারাটা আমাদের ক্রিকেটারদের জন্য অবশ্যই সৌভাগ্যের।’

এদিকে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কোহলি। এক সাক্ষাৎকারে জানান, ‘আমার অনেক দিনের ইচ্ছা কাউন্টি খেলা। শেষ পর্যন্ত টা সত্যি হয়ে যাচ্ছে। অ্যালেক স্টুয়ার্ট এবং সারে দলের প্রতি আমি কৃতজ্ঞ। ওভালে যোগ দিতে আমার তর সইছে না।’

এদিকে কোহলি ছাড়াও ইয়র্কশায়ারের হয়ে খেলতে পারেন চেতেশ্বর পূজারা ও সাসেক্সের হয়ে মাঠে নামতে পারেন পেসার ইশান্ত শর্মা। ভিনোদ রায় জানিয়েছেন, ‘আফগানিস্তান সিরিজের জন্য পূজারাকেও ফেরত আনা হবে না। কেননা ভারতের কাছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের চেয়ে ইংল্যান্ড সফর বেশি মর্যাদার।’

আগামী ৩ জুলাই শুরু হওয়া ইংল্যান্ড সফরে তিনটি টি-টুয়েন্টি, তিনটি একদিনের ম্যাচের পর পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

গিল-কার্তিকের ব্যাটে চেন্নাইকে হারালো কলকাতা

গিল-কার্তিকের ব্যাটে চেন্নাইকে হারালো কলকাতা

দ.আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

দ.আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

আইপিএলের জন্য দেশে ফিরছেন না মালিঙ্গা

আইপিএলের জন্য দেশে ফিরছেন না মালিঙ্গা

আবারও বোলিং অনুমতি পেলেন হাফিজ

আবারও বোলিং অনুমতি পেলেন হাফিজ