উইজডেনের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ২১ এপ্রিল ২০২২
উইজডেনের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

ব্যাট হাতে ২০২১ সালটা স্বপ্নের মত কাটিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ব্যাটার। ফলস্বরূপ, ২০২১ সালের আইসিস বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারটাও গেছে তার ঝুলিতে।

রিজওয়ানের মুকুটে এবার যোগ হলো আরও একটি পালক। ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন অ্যালমান্যাকের ২০২২ সালের সংস্করণে শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। ব্যাপারটা নিঃসন্দেহে গৌরবের।

২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুই হাজারের বেশি রান সংগ্রহ করেছিলেন রিজওয়ান। যার তার আগে পারেনি আর কোনো ক্রিকেটার। ৪৫ ইনিংসে ৫৬ দশমিক ৫৫ গড়ে ২০৩৬ রান সংগ্রহ করেছিলেন রিজওয়ান।

আন্তর্জাতিক ক্রিকেটেও এই রেকর্ডটা তার দখলে। ২০২১ সালেই ২৯ ম্যাচের ২৬ ইনিংসে ৭৩ দশমিক ৬৬ গড়ে ১৩২৬ রান সংগ্রহ করেছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার। এই তালিকায় ৯৩৯ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তারই সতীর্থ বাবর আজম।

শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে উইজডেন অ্যালমান্যাকে রিজওয়ানকে অন্তর্ভুক্ত করতে গিয়ে অ্যালেন গার্ডনার লিখেন, ‘টি-টোয়েন্টিতে ব্যাটিংকে একটি বৈচিত্র্যময় কাজ বলে মনে করা হয়। একজন খেলোয়াড় এখানে ব্যাটিং প্রদর্শনী করে উপরে উঠার জন্য দারুণ কারুকার্যতা দেখান। কিন্তু কেউই রিজওয়ানের মতো এতোটা দেখাতে পারেননি।’

তিনি আরও লিখেন, ‘তার ব্যাটিং ভালো করে দেখলেই বুঝবেন। তিনি এমনভাবে ব্যাটিং করেছিলেন যেন কারও আশীর্বাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের দশ উইকেটের পরাজয়ে তার খেলা ৫৫ বলে ৭৯ রানের ইনিংসটি নিয়ে আইসিসি একটি ভিডিও করেছিল। যেটাতে দেখে গেছে তার মনোমুগ্ধকর ইনিংস।’

রিজওয়ানের পরিসংখ্যান কতোটা উজ্জ্বল ছিল সেটাও তুলে ধরলেন গার্ডনার। যেখানে দেখা গেছে, টি-টোয়েন্টির অনেক গ্রেটকেও পেছনে ফেলেছেন পাকিস্তানের এই ব্যাটার। তালিকাটা অবাক করার মতো।

‘খালি সংখ্যা দিয়েই রিজওয়ানের ভয়ঙ্করতা বুঝানো যাবে। আন্তর্জাতিকে ৭৩ গড়ে ১৩২৬ রান ও সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে তিনি ৫৬ গড়ে ২০৩৬ রান করেছেন। যেটা ক্রিস গেইল, বিরাট কোহলির মতো ব্যাটাররাও পারেননি। এমনিকি পারেননি রিজওয়ানের ওপেনিং বাবর আজমও।’ - গার্ডনার যোগ করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ড যাবে পাকিস্তান

ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ড যাবে পাকিস্তান

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

ফাস্ট বোলারদের ‘উচিত’ ব্যাটারদের আহত করা: শোয়েব

ফাস্ট বোলারদের ‘উচিত’ ব্যাটারদের আহত করা: শোয়েব

পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি

পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি