ফিঞ্চ-ওয়ার্নারের জোড়া ফিফটি, শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ পিএম, ০৭ জুন ২০২২
ফিঞ্চ-ওয়ার্নারের জোড়া ফিফটি, শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারালো সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ব্যাটিং ব্যর্থতায় স্বল্প রানের টার্গেট ছুড়ে দেওয়া শ্রীলঙ্কা ক্রিকেট দল বল হাতেও ছিল ব্যর্থ। ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের জোড়া ফিফটিতে অনায়াসে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (৭ জুন) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অসি অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণ দেন লঙ্কান ব্যাটাররা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলতে পারেনি শ্রীলঙ্কা।

ইনিংসের ১৯.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১২৮ রান সংগ্রহ করেন স্বাগতিক দলের ব্যাটাররা। লঙ্কান ব্যাটারদের ব্যর্থতার বিপরীতে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জস হ্যাজলউড। ৪ ওভারে ১৬ রান দিয়ে তিনি একাই শিকার করেন ৪টি ‍উইকেট।

১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৬ বল বাকি থাকতেই জয় তুলে নেন অস্ট্রেলিয়া। দুই ওপেনার ব্যাটার অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার তুলে নেন জোড়া ফিফটি।

ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২২তম এবং অ্যারন ফিঞ্চ ১৭তম ফিফটি হাঁকান। শেষ পর্যন্ত অপরাজিত থাকা অস্ট্রেলিয়ার ব্যাটার ওয়ার্নার ৪৪ বলে ৭০ এবং ফিঞ্চ ৪০ বলে ৬১ রান করেন। ওয়ার্নারের ব্যাট থেকে ৯টি চারের মার থাকলেও কোনো ছক্কা ছিল না। তবে অ্যারন ফিঞ্চের ইনিংসে সমান ৪টি করে চার এবং ছক্কার মার ছিল।

দলের দুই ব্যাটার অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ সেরা পুরস্কার উঠেছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জস হ্যাজলউডের হাতে। কারণ, ১৬ রানে লঙ্কান ব্যাটারদের চারজনকে সাজঘরে ফিরিয়ে কাজটি সহজ করে দিয়েছিলেন হ্যাজলউড।

এর আগে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটারদের মাঝে চারিথ আসলাঙ্কার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৮ রান। দুই ওপেনার পথুম নিসাঙ্কা ৩৬ এবং দানুশকা গুনাথিলাকা ২৬ রান করেন। এছাড়া ওয়ানিদু হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ১৭ রানের ইনিংস। লঙ্কানদের এই তিন ব্যাটার ছাড়া বাকি ৮ জনের মধ্যে কেউ ২ রানের ঘরে পৌঁছাতে পারেননি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হলেন মালিঙ্গা

শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হলেন মালিঙ্গা

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ

ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ