জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২২ জুলাই ২০২২
জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ দল। সেই ব্যর্থতার দায়ভার কিছুটা পড়েছিল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের উপরও। সেই ব্যর্থতার দায়ে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

শুক্রবার (২২ জুলাই) অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের পরিচালক জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও নির্বাচকরা। সেই বৈঠকের পর জিম্বাবুয়ে সিরিজে সোহানদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আলোচনা করে তবেই অধিনায়ক হিসেবে সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। বলেন, “আজকে আমরা রিয়াদকে ডেকেছিলাম। তার সাথে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি জিম্বাবুয়েতে নতুন একটা দল পাঠাতে চাচ্ছি। এর মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারও থাকছে না। দেখার জন্য টিমটাকে পাঠানো হচ্ছে। এই দলটা নেতৃত্ব দেওয়ার জন্য নুরুল হাসান সোহানকে চূড়ান্ত করেছি।”

অধিনায়ক রিয়াদ ছাড়াও জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না মুশফিকুর রহিম। দলকে নতুনভাবে গড়ে তোলার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জালাল ইউনুস। তবে এটাকে পরীক্ষা নিরীক্ষা বলতে নারাজ তিনি। বরং, দলকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এই বিষয়ে জালাল ইউনুসের ভাষ্য, “মুশফিকুর রহিমকেও জানানো হয়েছে, সাকিবও জানে। তাদেরকে বলা হয়েছে, তাদের জায়গায় কিছু নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে। আমরা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্যই নতুন দল তৈরি করেছি। দেখা যাক তারা কেমন করে। আপনারা বলতে পারেন ব্রান্ড নিউ একটা দল যাচ্ছে।”

আরো বলেন, “শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজটাতেই এই টিমটাকে দেখতে চাচ্ছি। পরীক্ষামূলক বলছি না, কারণ আমরা ভালো করতে পারছি না। কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি। নতুন কিছু ওদের রেজাল্ট দেখে ভাবনা চিন্তা করা হবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন