ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ এএম, ২২ জুলাই ২০২২
ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

২০২৩-২০২৭ সার্কেলে ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) ব্যস্ত সূচি অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। চার বছরের এ ব্যস্ত সূচির সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের রোটেশন নীতি গ্রহণ করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই ধারণা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

এফটিপি’র অনুযায়ী বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় রয়েছে মাত্র একটি দেশ, ওয়েস্ট ইন্ডিজ। ঠাসা সূচি খেলোয়াড়দের শারীরিকভাবে দুর্বল করে দেয়। যার সর্বশেষ শিকার ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান বেন স্টোস। নিজের বিশ্রাম প্রয়োজনে ইংলিশ টেস্ট দলের এ অধিনায়ক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের নিয়েছেন।

টানা এমন ব্যস্ত সূচিতে খেলার অভ্যাস এখনো বাংলাদেশে গড়ে উঠেনি। এছাড়া বেশিরভাগ খেলোয়াড়ের ইনজুরির শঙ্কা রয়েছে। ফলে চার বছরের এমন ব্যস্ত সূচি মোকাবেলা করা টাইগারদের জন্য বেশ কঠিন হবে।

ক্রিকেট বিশ্বে কয়েক বছর ধরে বড় দলগুলো তিন ফরম্যাটের আলাদা দল গঠনে জোর দিচ্ছে। এছাড়া ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের বিশ্রাম দিতে রোটেশন পদ্ধতিও অনুসরণ করছে তারা। তবে বাংলাদেশে এখনো এমন সংস্কৃতি গড়ে না উঠলেও বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী কিছুটা ইঙ্গিত দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এমন ব্যস্ত সূচির সঙ্গে মানিয়ে নিতে শুধু খেলোয়াড় নয়, কর্মকর্তাদেরও হিমশিম খেতে হবে। এফটিপি চূড়ান্ত হলে আমরা রোডম্যাপ তৈরি করতে বসবো। একটি ব্যাপক পরিকল্পনার প্রয়োজন। পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে পারি সেটি আমাদের বুঝতে হবে।”

রাজনৈতিক অস্থিরতায় নিজ দেশে এশিয়া কাপ আয়োজনে অপরাগতা প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এর ফলে টুর্নামেন্টে আয়োজনে কিছুটা হলেও আশার আলো দেখছে বাংলাদেশ। তবে বিসিবির সিইও বললেন ভিন্ন কথা।

বিসিবির নির্বাহী প্রধান বলেন, ‍“আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানি না। শ্রীলঙ্কা যদি টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করে, তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ মুহূর্তে এ বিষয়ে আমারা কোনো মন্তব্য করতে পারবো না।”

একই সময় আইসিসির রাজস্ব ভাগাভাগির বিষয়েও কথা বলেছেন নিজাম উদ্দিন চৌধুরী। বলেন, “একটা মডেল তো বর্তমানে আছে। আর সে মডেল অনুসারেই এগিয়ে যাচ্ছে। সেই মডেন অনুসারেই সদস্যদের অবদান ভাগাভাগি হয়। এর বাইরে কোনো কিছু আসলে -সেটা আন্তর্জাতিকভাবে আপনারা (সাংবাদিক) তো অবশ্যই জানবেন।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

শুধু ক্রিকেট নয়, খেলোয়াড়দের ব্যক্তিত্ব গড়তেও সাহায্য করবেন স্টুয়ার্ট ল

শুধু ক্রিকেট নয়, খেলোয়াড়দের ব্যক্তিত্ব গড়তেও সাহায্য করবেন স্টুয়ার্ট ল

দর্শক-মিডিয়ার চাপ সামলে বিশ্বকাপে ম্যাচ জিততে চান ডমিঙ্গো

দর্শক-মিডিয়ার চাপ সামলে বিশ্বকাপে ম্যাচ জিততে চান ডমিঙ্গো