উইকেট শিকারে টি-টোয়েন্টিতে ব্রাভোর নতুন মাইলফলক, ধারেকাছে নেই কেউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ১২ আগস্ট ২০২২
উইকেট শিকারে টি-টোয়েন্টিতে ব্রাভোর নতুন মাইলফলক, ধারেকাছে নেই কেউ

দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরে আছেন ডোয়াইন ব্রাভো। নিজের সেই অর্জনকে আরো উপরে তুলে নিলেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই ক্যারিবিয়ান তারকা ৬০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন।

ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে নদার্ন সুপারচার্জার্সের হয়ে ওভাল ইনভিন্সিবলের বিপক্ষে মাঠে নামেন ডোয়াইন ব্রাভো। এই ম্যাচের আগে তার শিকার ছিল ৪৯৮ উইকেট। ওভাল ইনভিন্সিবলের দুই ব্যাটার রাইলি রুশো ও স্যাম কারানকে প্যাভিলিয়নে ফেরান ব্রাভো।

এতেই প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাভোর শিকার দাঁড়ায় ৬০০ উইকেট। দ্বিতীয় অবস্থানে থাকা আফগান স্পিনার রশিদ খানের শিকার ৪৬৬ উইকেট। অর্থাৎ, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট শিকারের সুযোগ আছে রশিদের সামনে।

দ্য হানড্রেড মূলত ১০০ বলের খেলা হলেও পরিসংখ্যানে এই ফরম্যাটকে টি-টোয়েন্টি হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই দ্য হানড্রেডেই ৬০০তম উইকেট শিকারের সুযোগ পেয়েছেন ডোয়াইন ব্রাভো। 

দ্বিতীয় স্থানে থাকা আফগান লেগ স্পিনার রশিদ খান ৩৩৯ ম্যাচে শিকার করেছেন ৪৬৬ উইকেট। তৃতীয় স্থানে থাকা সুনীল নারিন ৪২১ ম্যাচে নিয়েছেন ৪৫৭ উইকেট।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। ৩৬৭ ম্যাচে ৪১৮ উইকেট শিকার করে টি-টোয়েন্টি তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দ্বিতীয় সফল বোলার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার ক্যারিয়ারের ১৯৬ ম্যাচ খেলে শিকার করেছেন ২৫৩ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

স্বীকৃত টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন রেকর্ড

স্বীকৃত টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন রেকর্ড

বিশ্রাম নিতে দ্য হান্ড্রেড থেকে বেয়ারস্টোর নাম প্রত্যাহার

বিশ্রাম নিতে দ্য হান্ড্রেড থেকে বেয়ারস্টোর নাম প্রত্যাহার

বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি

বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি