পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ‌‘প্লাস পয়েন্ট’ পিএসএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ‌‘প্লাস পয়েন্ট’ পিএসএল

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পাকিস্তান পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ সিরিজে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সফরকারীরা। ইংলিশ ব্যাটার ফিল সল্টের বিশ্বাস, পিএসএল খেলায় চেনা কন্ডিশনের অভিজ্ঞতা ক্রিকেটাররা কাজে লাগাবে।

দীর্ঘ দিন জাতীয় দল সফর না করলেও ইংল্যান্ডের বেশি কিছু ক্রিকেটার নিয়মিতই পিএসএল খেলেন। ফিল সল্টের বিশ্বাস সিরিজে পাকিস্তানকে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। কারণ, পাকিস্তানের কন্ডিশন সম্পর্কে পিএসএল খেলা ক্রিকেটাররা
বেশ ভালোভাবেই জানেন এবং সেটাই তারা কাজে লাগাবে।

২০১৬ সালে শুরু হওয়া থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডের ১১ জন খেলোয়াড় পিএসএল খেলেছেন। পিএসএলে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন সল্ট।

চলতি সফরে পাকিস্তানের করাচিতে অনুশীলন শেষে সল্ট বলেন, “এখান (পাকিস্তান) উইকেট কেমন হবে এবং বোলারদের কী করতে হবে- সে বিষয়ে আমরা আলোচনা করেছি। কেবলমাত্র আমি একা নই- আমাদের দলের আরও অনেকেই এখানে খেলেছে, তাই নিশ্চিতভাবেই আমরা কিছু তথ্য জানি। তবে অবশ্যই আমাদের ভালো খেলতে হবে।”

প্রায় ১৭ বছর বছর পর পাকিস্তান সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঐতিহাসিক এ সফরের অংশ হতে মুখিয়ে আছেন সল্ট। বলেন, “আমাদের দলের সকলের মানসিক অবস্থায় খুব ভালো। ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো এখানে আসাটা এবং ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানোটা বিশেষ কিছু। সুতরাং আমি মনে করি দলের সকলেই নিজেদের সম্পর্কে পুরোপুরি সচেতন এবং আমি এ সফরের অংশ হতে পেরে গর্বিত।”

অন্যদিকে, নিজ মাঠে পাকিস্তানকে হারাতে ইংল্যান্ডের ভালো খেলার উপরও জোর দেন সল্ট। বলেন, “আমি জানি পাকিস্তান খুবই ভালো একটি দল। বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি দলই সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং ঠিক এখন নিজেদের শক্তিমত্তার জানান দিতে মুখিয়ে আছে। সুতরাং আমরা জানি এটা পাকিস্তানের মাঠ এবং আমাদের ভালো খেলতে হবে।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

রাণীকে শ্রদ্ধা জানাতে ১৩ ঘণ্টা লাইনে ছিলেন বেকহ্যাম

রাণীকে শ্রদ্ধা জানাতে ১৩ ঘণ্টা লাইনে ছিলেন বেকহ্যাম

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বেয়ারস্টোর বদলি অ্যালেক্স হেলস

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বেয়ারস্টোর বদলি অ্যালেক্স হেলস

সারা বছর না খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্টোকস-উড

সারা বছর না খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্টোকস-উড

পেসারদের মধ্যে সবার উপরে অ্যান্ডারসন

পেসারদের মধ্যে সবার উপরে অ্যান্ডারসন