ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বেয়ারস্টোর বদলি অ্যালেক্স হেলস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বেয়ারস্টোর বদলি অ্যালেক্স হেলস

অবশেষে ইংল্যান্ড দলে ফিরলেন অ্যালেক্স হেলস। দীর্ঘ প্রতিক্ষার শেষ হলো ইংলিশ ডানহাতি ব্যাটারের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ইনজুরড জনি বেয়ারস্টোর বদলি হিসেবে দলে এসেছেন হেলস। 

জনি বেয়ারস্টো ইংলিশদের দলে থাকলেও গত সপ্তাহে গলফ খেলতে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন। তখনই জানা গিয়েছিল আসন্ন পাকিস্তান সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাচ্ছে না ইংল্যান্ড।

এবার তার জায়গায় হেলসকে দলে ফেরালো ইংলিশ নির্বাচকরা। আসন্ন পাকিস্তান সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই ইংলিশ জার্সিতে প্রত্যাবর্তন হওয়ার কথা হেলসের। 

হেলস সর্বশেষ ২০১৯ সালের ১০ মার্চ ইংল্যান্ডের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। এরপর নানা বিতর্কে জড়িয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারই অনেকটা থমকে গিয়েছিল হেলসের।

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড

বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফর্ম করেও ইংল্যান্ড দলে সুযোগ পাননি। তবে বেয়ারস্টোর ইনজুরিতে অবশেষে ভাগ্যের শিকল ছিড়লো হেলসের। 

সদ্য শেষ হওয়া ইংলিশ ফ্যাঞ্চাইজি টুর্নামেট দ্য হ্যান্ড্রেডেও দুর্দান্ত ফর্মে ছিলেন হেলস। ১৫২ স্ট্রাইক রেটে এই আসরে তার সংগ্রহ ২৫৯ রান। এ সময়ের মধ্যে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাতে ১০ হাজার রানের মাইফলকও স্পর্শ করেছেন হেলস। 

হেলস আরও অনেক আগেই দলে ফিরতে পারতেন, সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যান তাকে দলে নিতে রাজি হননি। মরগ্যানের অবসরের পর এক দুই সিরিজের ব্যবধানে ইংলিশদের জার্সিতে ডাক পেলেন হেলস। 

২০১১ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ইংল্যান্ডে হয়ে ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন হেলস। যেখানে ১ সেঞ্চুরি ও আট ফিফটিতে সর্বোচ্চ ১১৬ রানের ইনিংসসহ তার সংগ্রহ ১৬৪৪ রান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড- জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ক্রিস ওকস, মার্ক উড এবং অ্যালেক্স হেলস। আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান,ডেভিড উইলি। 

স্ট্যান্ড বাই- লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :