পেসারদের মধ্যে সবার উপরে অ্যান্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৮ আগস্ট ২০২২
পেসারদের মধ্যে সবার উপরে অ্যান্ডারসন

কিছুদিন আগেই বয়স চল্লিশের কোটা ছুঁয়েছে। তবুও কোনোভাবে থামার নাম নেই ইংলিশ পেসার অ্যান্ডারসনের। ওল্ড ট্রাফোর্ডে প্রথম ক্রিকেটার হিসেবে নিজ দেশে ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়া অ্যান্ডারসন উঠেছেন আরো একটু উপরে। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এখন তার।

ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাইমন হার্মারকে বোল্ড করেন অ্যান্ডারসন। তাকে ফিরিয়েই গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে অ্যান্ডারসন উঠে যান সবার উপরে। তিন ফরম্যাট মিলিয়ে এখন তার মোট উইকেট সংখ্যা ৯৫১।

সাম্প্রতিক সময়ে যেই ছন্দে তিনি আছেন, তাতে প্রথম পেসার হিসেবে হাজার উইকেট ছুঁতেও হয়তো খুব বেশি সময় লাগবে না অ্যান্ডারসনের। হয়তো অতি শীঘ্রই সেই রেকর্ডও ছুঁয়ে ফেলবেন এই পেসার।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ্যান্ডারসন। তার উপরে আছেন ভারতীয় কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ছিল ৯৫৬ উইকেট।

এখন পর্যন্ত দুইজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে হাজার উইকেটের স্বাদ পেয়েছেন। তারা হলেন-মুত্তিয়া মুরালিধরন (১৩৪৭) ও শেন ওয়ার্ন (১০০১)। মুরালিধরনকে ছোঁয়া কঠিন হলেও হয়তো ওয়ার্নকে ছুঁতে পারবেন অ্যান্ডারসন।

অ্যান্ডারসনের এই রেকর্ডের দিনে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। পেসারদের বোলিং তোপে ইনিংস ও ৮৫ রানে বড় ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। প্রথম টেস্টে ইংল্যান্ড অবশ্য প্রোটিয়াদের কাছে হেরেছিল এই ইনিংস ব্যবধানেই।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই খেলা অ্যান্ডারসন টেস্টে নিয়েছেন ৬৬৪ উইকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শিকার যথাক্রমে ২৬৯ ও ১৮ উইকেট। রঙিন পোশাকে ২০১৫ সালের পর আর দেখা যায়নি তাকে। টি-টোয়েন্টি খেলেছেন এক যুগেরও বেশি সময় আগে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে অ্যান্ডারসন

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে অ্যান্ডারসন

ইংল্যান্ডকে ধসিয়ে টেস্ট বোলারদের সেরা তিনে রাবাদা

ইংল্যান্ডকে ধসিয়ে টেস্ট বোলারদের সেরা তিনে রাবাদা

আরব আমিরাত-দক্ষিণ আফ্রিকা, দুই লিগেই চুক্তিবদ্ধ হলেন মঈন আলি!

আরব আমিরাত-দক্ষিণ আফ্রিকা, দুই লিগেই চুক্তিবদ্ধ হলেন মঈন আলি!

ইনজুরিতে শেষ অলিভিয়েরের ইংল্যান্ড সফর

ইনজুরিতে শেষ অলিভিয়েরের ইংল্যান্ড সফর