ব্যাট হাতে রোহিতে ঝড়, সিরিজে সমতা ফেরালো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২২
ব্যাট হাতে রোহিতে ঝড়, সিরিজে সমতা ফেরালো ভারত

টানা বৃষ্টিতে মাঠ একদমই খেলার উপযোগী ছিল না। এক পর্যায়ে তো ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর মাঠে গড়ায় ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

তবে ম্যাচের ওভার কাটা পড়ে ১২টি। আট ওভারের খেলায় অস্ট্রেলিয়ার দেওয়া ৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে চার বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌছে যায় ভারত। 

নাগপুরে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কার্টেল ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিল ভারত। বোলিং করতে নেমেই ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেকথ্রু পায় রোহিতের দল। তবে এর আগে প্রথম ওভারে ১০ রান তুলে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। 

১.৩ ওভারে দলীয় ১৪ রানে বিরাট কোহলির দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফিরেন ক্যাম্রুন গ্রিন। তিন নম্বরে ব্যাটিং করতে নামা গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়ে দেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। 

নিজের দ্বিতীয় ওভারে টিম ডেভিডকে ফিরিয়ে অজিদের আরও চাপে ফেলে দেন অক্ষর। এদিকে উইকেট পড়লেও অন্যদিকে ব্যাট হাতে ঝড় চালাচ্ছিলেন ফিঞ্চ। তবে দলীয় ৪৬ রানে দুর্দান্ত ইয়র্কারে তাকে ফিরিয়ে দেন চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। 

এরপর সবচেয়ে বড় জুটি পায় অস্ট্রেলিয়া। সতীর্থ স্টিভ স্মিথকে নিয়ে ব্যাট হাতে ভারতীয় বোলারদের উপর তান্ডব শুরু করেন বাহাতি অজি ব্যাটার ম্যাথু ওয়েড। এক হার্শেলের উপরই সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছেন ওয়েড।

হার্শেলের প্রথম ওভারে দুই চারের পর ইনিংসের শেষ আবার সেই একই বোলারের ওভারে তিন ছক্কার মারেন ওয়েড। তার অপরাজিত দুর্দান্ত ২০ বলে ৪৩ রানের ইনিংসে আট ওভার শেষে ৯০ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও কেএল রাহুল। ইনিংসে প্রথম ওভারে অজি পেসার জস হ্যাজলউডের বলে রোহিতে দুই ও রাহুলের এক ছক্কায় ২০ রান যোগ হয় ভারতের স্কোরবোর্ডে।

ইনিংসের তৃতীয় ওভারে শেষ বলে দলীয় ৩৯ রানে রাহুল আউট হলে ভাঙে তাদের দুর্দান্ত উদ্বোধণী জুটি। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি কোহলি। মাত্র ৬ বলে ১০ রান করে অজি স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পরের বলেই সূর্যকুমার যাদবকেও শূন্য রানে ফিরিয়ে দেন জাম্পা।

এরপর হার্দিক পান্ডিয়াও বেশিক্ষণ টেকেনকি। ৯ বলে ৯ রান করে ফিরে যান তিনি। তবে এতে কোনো সমস্যাই হয়নি ভারতের। অন্যপ্রান্তে ঝড় চালিয়েছে রোহিত। মাত্র ২০ বলে সমান চার ছক্কা ও ছয়ে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি।

শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রানের। উইকেটে এসে মুখোমুখি হওয়া প্রথম দুই বলে ছয় ও চার মেরে ওখানে খেলা শেষ করে দেন ভারতীয় ব্যাটার দীনেশ কার্তিক। 

সিরিজের শেষ ম্যাচে রোববার (২৫ সেপ্টেম্বর) হায়দ্রাবাদে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপের আগে আরব আমিরাতে আত্মবিশ্বাসের খোঁজে বাংলাদেশ

বিশ্বকাপের আগে আরব আমিরাতে আত্মবিশ্বাসের খোঁজে বাংলাদেশ

‘বাবর-রিজওয়ান স্বার্থপর’ সমালোচকদের এক হাত নিলেন আফ্রিদি

‘বাবর-রিজওয়ান স্বার্থপর’ সমালোচকদের এক হাত নিলেন আফ্রিদি

২০০৫ সালে ‘পিচ ট্যাম্পারিং’ করেছিলেন শহীদ আফ্রিদি

২০০৫ সালে ‘পিচ ট্যাম্পারিং’ করেছিলেন শহীদ আফ্রিদি