পরিত্যাক্ত ম্যাচ থেকে ইতিবাচক দিক দেখছেন বাউচার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ এএম, ২৫ অক্টোবর ২০২২
পরিত্যাক্ত ম্যাচ থেকে ইতিবাচক দিক দেখছেন বাউচার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার হোবার্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে দক্ষিন আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে জয়টা ছিলো সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু একাধিকবার বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যাক্ত ম্যাচ হওয়ায় হতাশাজনক রাত থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে খুশি হয়েছিলেন বলে ব্যাক্ত করেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার।

মাত্র এক পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করতে হয় প্রোটিয়াদের।

ম্যাচ শেষে দক্ষিন আফ্রিকার কোচ মার্ক বাউচার বলেন, আমাদের জন্য ম্যাচটি ছিল একটি হতাশাজনক সমাপ্তি, কারণ আমাদের দল ম্যাচের শুরু থেকে শেষ অবধি আধিপত্য বিস্তার করেছিল। তবে একাধিকবার বৃষ্টি এসে আমাদের জয়টা ছিনিয়ে নিয়ে যায়।
তবে বাউচার তার খেলোয়াড়দের পারফর্মে মুগ্ধ হয়েছেন এবং এক পয়েন্ট নিয়েও খুব একটা হতাশার মদ্ধে নেই।

বাউচার বলেন, ‘ইতিবাচক বিষয় হল এটা আমাদের জন্য কোনো বাচা-মরার লড়াই ছিলো না এবং এই বিশ্বকাপে যা ঘটবে তা আমাদের নিয়ন্ত্রণে আছে।’

‘এর আগেও বৃষ্টি নিয়ে আমাদের ভালো ইতিহাস ছিল না (আগের বিশ্বকাপে), তবে আমি বরং প্রথম ম্যাচ থেকেই ইতিবাচক দিক থেকে শিক্ষা নিয়ে আমরা আসলে কী করতে, সেটা নিয়ন্ত্রন নেওয়ার অপেক্ষায় আছি।

গ্রুপ বি নিয়ে মার্ক বাউচার বলেন, ‘এটি একটি কঠিন গ্রুপ, এবং প্রতিটি ম্যাচ জিততে হবে, তবে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারলে ভালো লাগতো। কারণ প্রতিপক্ষ জিম্বাবুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিলো। তবে এখনও টুর্নামেন্টের অনেকটা পথ বাকি।

জিম্বাবুয়ের ম্যাচ থেকে ইতিবাচক দিক থেকে বাউচার বলেন, ‘হোবার্টে আমাদের জয়ের জন্য তীব্রতা দেখে খুব ভালো লেগেছে এবং তাতে আমি খুশি, তাই এটি একটি ইতিবাচক বিষয় যা আমি এই ম্যাচ থেকে বের করতে পারি। এছাড়াও, কুইনি (কুইন্টক ডি কক) কিছু অসাধারণ শট খেলেছেন, যা আমার মনে হয় আগামী ম্যাচে ভালো করতে সাহায্য করবে।

‘দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্যাচ থেকে আসা সবচেয়ে ইতিবাচক দিক ছিল ওপেনার কুইন্টন ডি ককের ফর্ম, বাঁ-হাতি এই ব্যাটার ঝড়ো ইনিংস শুরু করেছিলেন। মাত্র ১৮ বলে ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি।’

২৯ বছর বয়সী ডি কক অপরাজিত থাকা ইনিংসটি আটটি চার এবং একটি বিশাল ছয়ের মাধ্যমে সাজান।
প্রোটিয়া কোচ বাউচার বিশ্বাস করেন যে এটি টুর্নামেন্টের বাকি অংশের জন্য ভাল।

বাউচার বলেন, ‘ডি কক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের মধ্যে একজন যখন সে টি-টোয়েন্টি খেলে, তাই কোচিং এর দৃষ্টিকোণ থেকে তাকে সেই লক্ষ্যে যাওয়া এবং সেই স্বাধীনতার সাথে খেলতে দেখে ভালো লাগছে। যদি তিনি মাঠে থাকেন তবে এটি খুব বিপজ্জনক প্রতিপক্ষের বোলারদের জন্য। আশা করি তিনি এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস এবং স্বাধীনতা নিয়ে চালিয়ে যেতে পারবেন। আমি মনে করি বিশ্বকাপে আমরা তার থেকে সেরাটা পাব।’

বাউচার তারকা স্পিনার তাবরেজ শামসি এবং অভিজ্ঞ ব্যাটার রিজা হেনড্রিকসকে জিম্বাবুয়ের বিপক্ষে তার লাইন-আপ থেকে বাদ দিয়েছিলেন, কিন্তু বলেছেন যে টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলোতে তারা দুজন নির্বাচকদের বিবেচনায় থাকবেন।
বাউচার বলেন, ‘১৫ জনের (প্লেয়ার স্কোয়াড) অন্য খেলোয়াড়রাও এখন মাঠের পাশে বসে আছে এবং আমি মনে করি এই মুহূর্তে আমাদের দলের শক্তি এটাই। আমাদের দলের কিছু ভাল বিকল্প রয়েছে।’

বাউচার বলেন, ‘আমাদের দলে কিছু ভালো বিকল্প খেলোয়াড় আছে। ছেলেরা যদি ইনজুরি হয় বা কিছুটা ফর্ম হারায়, তাহলে আমরা তাদের ব্যাক আপ করার জন্য বিকল্প খেলোয়াড় পেয়েছি।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার সিডনিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে।

 

স্পোর্টসমেইল২৪/আরআইএম

 


শেয়ার করুন :