পাওয়ার হিটিংয়ের গল্প শোনালেন আফিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
পাওয়ার হিটিংয়ের গল্প শোনালেন আফিয়া

মেয়েদের ক্রিকেটে তো ছিলই না, ছেলেদের ক্রিকেটেও বাংলাদেশের জন্য পাওয়ার হিটিং শব্দটা যেন বেমানান। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা নিয়মিত নিজেদের শক্তিমত্তার প্রমান দিচ্ছেন। পাওয়ার হিটিং কি সেটাও যেন বুঝিয়ে দিচ্ছেন।

এই তালিকায় সবার উপরে রয়েছেন ওপেনার আফিয়া প্রত্যাশা। ১৮ বছর বয়সী এই ব্যাটার জানালেন, তার পাওয়ার হিটার হয়ে ওঠার গল্প।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ টি ২০ বিশ্বকাপে টানা দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর সোমবার শ্রীলংকার বিপক্ষেও জিতেছে বাংলাদেশ । ৪৩ বলে ৫৩ রান করা আফিয়া প্রত্যাশা ম্যাচসেরা। তার ইনিংসে ছিল তিন ছক্কা। পাওয়ার হিটার হয়ে ওঠার পেছনের গল্প নিয়ে বিবিসির পাঠানো এক ভিডিও বার্তায়।

আফিয়া বলেন, ‍‘‘আমি প্রথম থেকেই পাওয়ার হিটিং শটগুলো খেলি। যখন ক্যাম্পে ছিলাম তখন থেকেই স্যাররা আমরা মধ্যে আলাদা কিছু দেখেন সেখান থেকেই এটা নিয়ে কাজ করা। এখনও এগুলো খেলতে ভালো লাগে। "

দারুন পাওয়ার হিটিংয়ের সঙ্গে রয়েছে উইকেটে টিকে থাকারও মানসিকতা। রাজশাহীর ডানহাতি ব্যাটার বলেন, ‘‘ভালো লাগছে। দেশের জন্য কিছু করতে পারছি। ভালো করছি, আগামীতেও ভালো করবো আশা করি। "

বেনোনিতে ওপেনিং জুটিতে বাংলাদেশ তুলে ফেলে ৭৫ রান। এরমধ্যে ৫৩ রানই ছিল আফিয়ার। বাংলাদেশ করতে পারে ১৬৫ রান। শ্রীলংকা মেয়েদের ১৫৫ রানে আটকে রেখে দিশা বিশ্বাসের দল জেতে ১০ রানে।

আফিয়া বলেন, ‘উইকেটে গেলে টিকে থাকার লড়াই করছিলাম, বড় জুটি গড়ার চেষ্টা করছিলাম। আমার সঙ্গীকেও এই কথাগুলো বলেছি।’ গ্রুপ সেরা হওয়ার দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে বাংলাদেশ। সামনের লক্ষ্য নিয়ে আফিয়া বলেন, ‘ভালো হচ্ছে। আমরা ভালো একটা অবস্থার মধ্যেই আছি। সামনের ম্যাচগুলো সেভাইে খেলার চেষ্টা করবো যাতে ভালো ফল হয়। "

বুধবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে জিততে পারলে অপরাজিত দল হিসাবে পরের রাউন্ডে উঠবে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

সাকিবের ব্যাটিংয়ে বরিশালের হ্যাটট্টিক জয়

সাকিবের ব্যাটিংয়ে বরিশালের হ্যাটট্টিক জয়