মাঠে হঠাৎ অসুস্থ আফিফ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩
মাঠে হঠাৎ অসুস্থ আফিফ!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামলেও অসুস্থতার কারণে মাঠ থেকে উঠে গেছেন ব্যাটার আফিফ হোসেন। হঠাৎ অসুস্থ বোধ করায় ব্যাট করতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ ব্যাটার।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ফিজিও মোহাম্মদ শরিফুল হাসান জানিয়েছেন, আফিফ গ্যাস্ট্রিক ও ঠান্ডাজনিত কারণে অসুস্থবোধ করছেন।

ভিডিও বার্তায় শরিফুল বলেন, “আজ (সোমবার) সকাল থেকে আফিফ গ্যাস্ট্রিক ও ঠান্ডা জনিত কারণে অসুস্থবোধ করেন। মাঠে যাওয়ার পর ওয়ার্ম-আপ শুরুর পর অসুস্থ হয়ে পড়েন সে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক চিকিৎসার পর সুস্থবোধ করলে সে মাঠে যায়। মাঠে গিয়ে সে আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর মাঠ থেকে ফিরে আসার পর ব্যাটিং করার জন্য অপরাগতা জানায়। এরপর সে হোটেলে ফিরে যায়। আগামী দুই-একদিনের মধ্যে এই অবস্থা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। সিলেটের পর্বে সে ফিরবে বলে আশা করছি।”

এদিকে, ম্যাচ শুরুর আগে ওয়ার্ম-আপও করেছেন আফিফ। ম্যাচ শুরুর পর চট্টগ্রামের বোলিং ইনিংসে দ্বিতীয় বোলার হিসেবে বল করেন তিনি। ২ ওভারে ১৩ রান দেন আফিফ। পরে রংপুর ইনিংসের ১৬তম ওভারে অসুস্থবোধ করায় মাঠ ছাড়েন আফিফ। অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় আর ব্যাটিংয়ে নামেননি আফিফ।

ম্যাচে ৯ জন ব্যাটার নিয়ে খেলে ১২৪ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৯ রান করেছিল রংপুর। ম্যাচটি ৫৫ রানে হেরে যায় চট্টগ্রাম।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজ

জয়ের লক্ষ্য নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা গেল মেয়েরা

জয়ের লক্ষ্য নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা গেল মেয়েরা

আয়ারল্যান্ড থাকলেও আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশ

আয়ারল্যান্ড থাকলেও আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশ

রংপুরকে জয়ে ফেরালেন শোয়েব মালিক

রংপুরকে জয়ে ফেরালেন শোয়েব মালিক