সেরার দৌড়ে আছেন স্বর্ণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩
সেরার দৌড়ে আছেন স্বর্ণা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিদায়টা আরেকটু ভালো হতে পারতো। পাঁচ ম্যাচে একটি হারই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে দিয়েছে। একটা হার ছাড়া বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এর মধ্যেও আলাদা করে আলো কেড়েছেন স্বর্ণা আক্তার। ধারাবাহিক পারফরম্যান্সে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারে'র সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হলেও বড়দের সাথে যোগ দিয়েছেন স্বর্ণা। দক্ষিণ আফ্রিকায় বড়দের অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে। আগামীকাল ছোটদের ফাইনাল ম্যাচ। দুই ম্যাচ বাকি থাকতেই সেরা পাঁচের নাম ঘোষণা করেছে আইসিসি।

লাদেশের স্বর্ণা ছাড়া এই তালিকার থাকা বাকি চারজন হলেন- ভারতের শ্বেতা সেহরাওয়াত, ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্স, অস্ট্রেলিয়ার মিলি ইলিংওয়ার্থ ও দক্ষিণ আফ্রিকার ম্যাডিসন ল্যান্ডসম্যান।

পাঁচ ম্যাচে ৫১ গড়ে ১৫৩ রান করেছেন স্বর্ণা। তার স্ট্রাইক রেট ১৫৭.৭৩। এছাড়া বল হাতেও ছিলেন দুর্দান্ত। বিশ্বকাপে আর ম্যাচ খেলার সুযোগ নেই স্বর্ণা ও ল্যান্ডসম্যানের। তবে সেমি-ফাইনালে আছে শোয়েতা, স্ক্রিভেন্স ও ইলিংওয়ার্থদের দল।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

জিতেও সেমিফাইনালে যেতে পারলো না বাংলাদেশের মেয়েরা

জিতেও সেমিফাইনালে যেতে পারলো না বাংলাদেশের মেয়েরা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজ

আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল