অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা

পুরনো বাধা পেরোতে পারছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ব্যাটিংয়ের সমস্যা আরও প্রকট রূপ ধারণ করছে। দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছেন না। এবার অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগারের (৫৭) হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশের মেয়েরা মাত্র ১০৭ রান করতে পারে। জবাবে দুই উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাত উইকেটে হেরে যায় বাংলাদেশ। মঙ্গলবার রাতে সেন্ট জর্জ পার্কে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের দু'জন মাত্র দুই অংকের ঘরে যেতে পারেন। তৃতীয় সর্বোচ্চ নয় রান আসে অতিরিক্ত থেকে।

নিগার সুলতানা ৫০ বলে সাত চার ও এক ছক্কায় করেন ৫৭ রান। অলরাউন্ডার স্বর্ণা আক্তার ২৭ বল খেলে করেন মাত্র ১২ রান। বাকি সাত ব্যাটারের কেউই দুই অংক ছুঁতে পারেননি। জর্জ ওয়ারহ্যাম সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট নেন ডার্সি ব্রন।

জবাব দিতে নামা অস্ট্রেলিয়ার শুরুতে একটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার বেথ মনিকে ফেরান মারুফা আক্তার।

এরপর অ্যালিসা হেলি ও মেগ লেনিং ৬৯ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যায়। অ্যালিসা ৩৬ বলে ৩৭ রান করেন। কিন্তু ৪৯ বলে অপরাজিত ৪৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মেগ।

১৫* রান করেন অ্যাশলেহ গার্ডনার। টানা দুই হারে এ-গ্রুপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে বাংলাদেশ। টানা দুই জয়ে গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পরবর্তী ম্যাচটি শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

মারুফার বোলিংয়ে আশা জাগিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা

মারুফার বোলিংয়ে আশা জাগিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

শোভনা মোস্তারির সাথে ‘আক্রমণাত্মক’ আচরণে সঞ্জীওয়ানিকে জরিমানা

শোভনা মোস্তারির সাথে ‘আক্রমণাত্মক’ আচরণে সঞ্জীওয়ানিকে জরিমানা

ছেলেকে সামনে রেখেই হার্দিক-নাতাশার দ্বিতীয় বিয়ে

ছেলেকে সামনে রেখেই হার্দিক-নাতাশার দ্বিতীয় বিয়ে