সিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৯ আগস্ট ২০১৮
সিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন আফ্রিদি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। কারণ তার হাঁটুর ইনজুরি।

পাকিস্তান সুপার লিগের গেল আসরে হাঁটুতে চোট পান আফ্রিদি। সেই চোটের কারণেই আসন্ন সিপিএলে খেলতে পারবেন না তিনি। সুস্থ হতে আফ্রিদিও পুনর্বাসন দরকার।

সিপিএল থেকে নিজেকে প্রত্যাহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন জ্যামাইকা তালাওয়াশের খেলোয়াড় আফ্রিদি। তিনি বলেন, ‘এ বছর সিপিএলে খেলতে পারবো না আমি। আমার হাটুঁর ইনজুরির কারণে পুনর্বাসন দরকার। আমি বাড়িতে থেকে নিজ দলকে উৎসাহ করবো।’

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন আফ্রিদি। এরাপর কানাডিয়ান লিগ গ্লোবাল টি-চোয়েন্টি এবং লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন। এছাড়া চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচেও বিশ্ব একাদশের অধিনায়ক ছিলেন আফ্রিদি।

আফ্রিদির পরিবর্তে পাকিস্তানের আরেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াস। এদিকে সিপিএল খেলতে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আর দেশে ফিরেননি। যুক্তরাষ্ট্র থেকেই চলে গেছেন সিপিএল খেলতে।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির স্বীকৃতি পেল টি-১০ ক্রিকেট

আইসিসির স্বীকৃতি পেল টি-১০ ক্রিকেট

কিছু মানুষ আমাকে নীচু করতে পছন্দ করে : সাকিব

কিছু মানুষ আমাকে নীচু করতে পছন্দ করে : সাকিব

মোমিনুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে জিতলো বাংলাদেশ

মোমিনুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে জিতলো বাংলাদেশ

সিরিজ জিতে টেস্ট নিয়ে কথা বললেন সাকিব

সিরিজ জিতে টেস্ট নিয়ে কথা বললেন সাকিব