আইসিসির স্বীকৃতি পেল টি-১০ ক্রিকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ পিএম, ০৭ আগস্ট ২০১৮
আইসিসির স্বীকৃতি পেল টি-১০ ক্রিকেট

ক্রিকেটের ফরমেট দিনকে দিন ছোট থেকে আরও ছোট হচ্ছে। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি। এবার টি-টেন লিগ। চলতি বছরের নভেম্বরে শারজাহতে বসবে ক্রিকেটের এ সবচেয়ে ছোট আসর টি-টেন লিগ। এদিকে প্রথম আসরে মৌখিক সম্মতি জানালেও এবার দ্বিতীয় আসরে আনুষ্ঠানিকভাবেই স্বীকৃতি দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রথম আসরের চেয়ে এবার আরও জমজমাট আয়োজনের অপেক্ষায় টি-টেন লিগ। ২৩ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বসবে ১০ ওভারের এ আসর। দ্বিতীয় আসরে ছয় দল থেকে বাড়িয়ে ৮ দল করা হয়েছে। বাড়ছে টুর্নামেন্টের দৈর্ঘ্যও, ৪ দিন থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ দিন।Afridyটি-টেন লিগের প্রেসিডেন্ট সালমান ইকবাল বলছেন, আইসিসির এ আনুষ্ঠানিক অনুমোদনে বিশ্বজুড়ে টি-টেন টুর্নামেন্টটি আরও গ্রহণযোগ্যতা পাবে। এটা ভীষণ ইতিবাচক দিক।

এবারের টি-টেন লিগে বড় অনেক তারকাই অংশ নিচ্ছেন। শহীদ আফ্রিদিসহ কয়েকজন তারকা আগেই ছিলেন। এবার নতুন করে নাম লিখিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটারও।

টি-টেন ক্রিকেটে বাংলাদেশে সাকিব-তামিমও খেলেন। তামিম খেলেন আফ্রিদিদের দল পাখতুনসে এবং সাকিব খেলেছেন মরগানদের কেরালা কিংসে। প্রথম আসরে সাকিবের দল শিরোপা জিতেছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টেনের প্রথম চ্যাম্পিয়ন সাকিবের কেরালা কিংস

টি-টেনের প্রথম চ্যাম্পিয়ন সাকিবের কেরালা কিংস

টি-১০ ক্রিকেটে তামিম-সাকিবের জয়

টি-১০ ক্রিকেটে তামিম-সাকিবের জয়

টি-টেন খেলতে পারছেন না মোস্তাফিজ

টি-টেন খেলতে পারছেন না মোস্তাফিজ

বুড়ো হাতে ভেল্কি দেখালেন আফ্রিদি

বুড়ো হাতে ভেল্কি দেখালেন আফ্রিদি