হৃদয়-জাকের আলীর ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৭ মে ২০২৪
হৃদয়-জাকের আলীর ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তৃতীয় ম্যাচে লিটন দাস-শান্তরা ব্যর্থ হলেও তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের ব্যাটে লড়াকু পুঁজির সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। হৃদয়-অনিকের ঝড়ো ব্যাটে ১৬৫ রান করেছে বাংলাদেশ। ব্যাট হাতে তাওহিদ হৃদয় ৫৭ এবং অনীক ৪৪ রান করেছেন।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও হতাশ করেন ওপেনার লিটন দাস। ব্যক্তিগত ১২ রানে ফিরেন সাজঘরে।

লিটন ফেরায় দলীয় ২২ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। লিটন ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও হতাশ করেন। ব্যক্তিগত ৬ রানে ফিরেন তিনি।

পর পর দুই উইকেট হারানোর পর দলের রানের চাকা ঘুরান তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনীক। ৩৮ বলে ৩টি চার ও দুই ছক্কা হৃদয় ৫৭ করেন। এছাড়া ৩৪ বল খেলে ৩ চার ও ২ ছক্কায় জাকের আলী অনীক করেন ৪৪ রান।

তাওহিদ-জাকের আলী চলে যাওয়ার পর ৯ রানে মাহমুদউল্লাহ রিয়াদ এবং রিশাদ হোসেন ৬ রানে অপরাজিত ছিলেন।



শেয়ার করুন :