২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে অবিশ্বাস্য এক রেকর্ডের জন্ম দিলো আইভরিকোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলের দশ ব্যাটার সাজঘরে ফিরেছে মাত্র ৭ রানে! অবিশ্বাস্য হলেও সত্য, যা এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড।
আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে আইভরিকোস্টের এটি দ্বিতীয় ম্যাচ ছিল। নিজেদের প্রথম ম্যাচেও ভালো ব্যাট করেনি তারা। সিয়েরা লিওনের বিপক্ষে ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানে গুটিয়ে গিয়েছিল আইভরিকোস্ট।
রোববার (২৪ নভেম্বর) ওই অঞ্চলের বাছাইপর্বের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৪ উইকেটে ২৭১ রানের পুঁজি পায় নাইজেরিয়া। দলের পক্ষে সেঞ্চুরি করা সেলিম সালাউ ১১২ রান করেন। ২ ছক্কা ও ১৩ চারে ইনিংস সাজানো সেলিম ‘আহত অবসর’ হয়ে মাঠ ছাড়েন।
A 264-run win for the hosts on matchday two of the #T20AfricaMensWCQualifierC.
— ICC Africa (@ICC_Africa_) November 24, 2024
Nigeria 271/4 in 20 overs, Ivory Coast 7/10 in 7.3 overs
Full match details: https://t.co/s8EkObxse8 https://t.co/nMJpD1fhDN pic.twitter.com/tsghd4f9zm
নাইজেরিয়ার ব্যাটিং শেষে আইভরিকোস্টের সময় দেখা মিলে পুরো উল্টো চিত্র। দলীয় সংগ্রহ হয় মাত্র ৭ রান। প্রথম ওভারে প্রথম উইকেট হারালেও তখন দলীয় সংগ্রহ ছিল ৪ রান। দ্বিতীয় উইকেটও অবশ্য একই রানে হারায় তারা।
দলীয় ৫ রানে দুই উইকেট, ৬ রানে তিন উইকেট এবং ৭ রানে বাকি দুটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় আইভরিকোস্ট। ২০ ওভারের ম্যাচে ৭.৩ ওভারে শেষ হয়ে যায় আইভরিকোস্টের ব্যাটিং ইনিংস।
আইভরিকোস্টের বিপক্ষে ২৬৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় নাইজেরিয়া। বিপক্ষে ৭ রানে গুটিয়ে গিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানের অলআউট হওয়ার রেকর্ডের জন্ম দেন আইভরিকোস্ট।