চলতি মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তার আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা।
শুক্রবার (২ মে) আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ দুটি মাঠে গড়াবে ১৭ ও ১৯ মে।
দুটি ম্যাচই শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শারজার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, যা বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচ দুটি শুরু হবে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পেরে আমরা রোমাঞ্চিত। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।
সিরিজটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধরী বলেছেন, বাংলাদেশ জাতীয় দল আরব আমিরাতে খেলতে যাবে জেনে আমরা আনন্দিত। ঠাসা আন্তর্জাতিক সূচির আগে এ ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে। এ ম্যাচ দুটি বিসিবি ও ইসিবির মধ্যকার ক্রিকেটীয় বন্ধনকে আরও মজবুত করবে বলে আশা করি।
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার সবগুলোতে টাইগাররা জয়লাভ করেছে।