ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের হার, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ২১১ রান করায় ৩৬ রানের জয়। তবে সিরিজের তৃতীয় ও অঘোষিত ফাইনাল ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ। সেই সঙ্গে ২-১ এ সিরিজও খোয়ালো টাইগাররা।

শনিবার মিরপুরে টস ভাগ্যে জয়লাভ করে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বেছে নেন ফিল্ডিং, পক্ষান্তরে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২১১ রান করা বাংলাদেশ আজ (শনিবার) কেন বোলিং বেছে নিলেন সেটা হয়তো সাকিবও ভালো বলতে পারবেন। তবে প্রথমে ব্যাট করতে নেমে সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথমে ব্যাট করতে নেমে সাকিব-মোস্তাফিজ-মাহমুদউল্লাহদের বোলিং দাপটে ১৯.২ ওভারে অলআউট হয়ে যায় সফরকারীরা। তবে এর আগেই ঝড়ো ব্যাটিংয়ে ১৯০ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজ জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান।

ব্যাট করতে নেমে একমাত্র লিটন কুমার দাস ছাড়া আর কেউ ভালো করতে পারেনি। লিটন ক্যাচ আউট হওয়ার আগে ২৫ বলে ৪৩ রান করলেও বাকিরা ছিলেন যাওয়া আসার মাঝে। ওপেনার তামিম ইকবাল ৬ বল মোকবেলা করে বার করেছেন মাত্র ৮। সৌম্য ১০ বলে ৯ এবং অধিনায়ক সাকিব আল হাসান ১ বল মোকাবেলা করে শূন্য রানেই ফিরেছেন সাজঘরে।

তবে এর আগে দুর্দান্তভাবেই শুরু করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ৮ রান করে রানআউট হলেও ঝড়ের গতিতে রান তুলতে থাকেন লিটন দাস। ৪ ওভারে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৬২ রানে। এর পরেই ঘচে বিপত্তি। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম ও শেষ বল নিয়ে মাঠে ঘটে যায় মহা-হাঙ্গামা।

বাংলাদেশি আম্পায়ার তানভির আহমেদ ভুলটা করেন। ওশানে থমাসের টানা দুই বলে দুটি ‘নো বল’ ডাকেন আম্পায়ার। দুটি বলই ছিল দাগ ছোঁয়া অবস্থায়। এর মধ্যে ওভারের পঞ্চম বলে আউট হন লিটন দাস। তবে আম্পায়ার ‘নো বল’ কল করায় ফ্রি-হিট পেয়ে যায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে প্রতিবাদও জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট।

ঝামেলার মধ্যে প্রায় ৮ মিনিট খেলা বন্ধ ছিল। তবে ফ্রি হিট থেকে সৌম্য সরকার ছক্কা আদায় করে নেন। কিন্তু বাংলাদেশের ছন্দটা নষ্ট হয়ে যায় তখনই। ফ্যাবিয়েন অ্যালেনের পরের ওভারেই টানা দুই বলে আউট হয়ে যান সৌম্য (৯) ও সাকিব আল হাসান (০)। ষষ্ঠ ওভারে মুশফিকুর রহীমও ফেরেন মাত্র ১ রানে। ৬৬ রানে বাংলাদেশ হারায় ৪টি উইকেট।

এর মাহমুদউল্লাহ হাল ধরার চেষ্টা করলেও ৮০ রানে ৫ উইকেট হারালে দ্রুতই খোলসের মধ্যে ঢুকে পড়ে টাইগাররা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। তবে শেষ দিকে প্রতিরোধ গড়ে তুলেন আবু হায়দার ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ১৯ বলে ১৯ রান করে ফিরে গেলে বাংলাদেশের ইনিংস আর বেশি লম্বা হয়নি। শেষ দিকে মোস্তাফিজুর রহমান ৭ বল মোকাবেলা করে ৮ রানে আউট হলে ১৭ বলে ২২ রান করা হায়দার অপরাজিতই থেকে যান।

বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪০ রানে। ফলে সফররত ওয়েস্ট ইন্ডিজ ৫০ রানের জয় তুলে নেয়, সেই নিশ্চিত হয় সিরিজ জয়।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ১৯.২ ওভারে ১৯০ (লুইস ৮৯, হোপ ২৩, পাওয়েল ১৯, পুরান ২৯; সাকিব ৩/৩৭, মোস্তাফিজ ৩/৩৩, মাহমুদউল্লাহ ৩/১৮)

বাংলাদেশ : ১৭ ওভারে ১৪০ (তামিম ৮, লিটন ৪৩, সৌম্য ৯, মাহমুদউল্লাহ ১১, মিরাজ ১৯, আবু হায়দার ২২*, মোস্তাফিজ ৮; কটরেল ১/৩২, টমাস ০/৫৬, অ্যালেন ২/১৯, পল ৫/১৫, ব্র্যাথওয়েট ১/১৫)।

ফল : ৫০ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব

ব্যাট হাতে ঝড় তুললেন আশরাফুল

ব্যাট হাতে ঝড় তুললেন আশরাফুল