ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৩ জুলাই ২০১৯
ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে ডাকা হয়েছে সুনীল নারিন ও কাইরন পোলার্ডকে। এ দলে আন্দ্রে রাসেলকে ডাকা হলেও ফ্লোরিডায় অনুষ্ঠিত প্রথম দু’টি ম্যাচের আগে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিস গেইল। কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলতে যাবেন তিনি।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন নারিন। একই বছরের শেষের দিকে নিজের সর্বশেষ ওয়ানডে ম্যাচটিও খেলেছিলেন এ অল-রাউন্ডার। ৪৬টি ওয়ানডে ও ১২টি টি-২০ লিস্ট-এ ম্যাচ খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্থনী ব্রাম্বেল প্রথমবারের মত টি-২০ জাতীয় দলে ডাক পেয়েছেন। এছাড়াও দলে আরও আছেন দুই স্পিনার খারি পিয়েরে ও জন ক্যাম্পবেল।

দল প্রসঙ্গে নির্বাচক প্যানেলের অন্তর্বর্তীকালীন প্রধান প্যানেল রবার্ট হেইন্স বলেছেন, ‘তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে এ দলটি ভারসাম্যপূর্ণ। এটা শুধুমাত্র এখনকার জন্যই নয়, আমরা মূলত আগামী বছরের টি-২০ বিশ্বকাপকে এখানে গুরুত্বের সাথে বিবেচনা করেছি। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আমরা খেলোয়াড়দের সঠিক কম্বিনেশন দেখার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘এ সিরিজের মাধ্যমে আমরা অন্তত একটি বিষয় নিশ্চিত করতে যাই যে আগামী বছরের বিশ্বকাপের সময় দল বাছাই করা যাতে সহজ হয়। সে কারণেই ভারতের বিপক্ষে যত বেশি সম্ভব খেলোয়াড় যাচাই করার চেষ্টা থাকবে। আমরা মনে করছি বিশ্বজুড়ে টি-২০ লিগ খেলা নারিন, পোলার্ডের মত খেলোয়াড়রা একবার যদি ফিট ও খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠতে পারে তবে তাদেরকে আবারও ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরিয়ে আনা উচিত।’

সম্প্রতি সিপিএলের ড্রাফটে ব্রাম্বেলকে গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে। গত বছর গ্লোবাল টি-২০ টুর্নামেন্ট তিনি ওয়েস্ট ইন্ডিজ-বি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ৪৬টি লিস্ট এ’ ম্যাচে তিনি ২১.৩৩ গড়ে ৬৪০ রান করেছেন। এছাড়া ১২টি টি-২০ ম্যাচে করেছেন ৭০ রান।

হেইন্স বলেছেন, ‘গত কয়েক বছর যাবতই রিজিওনাল প্রতিযোগিতায় আমরা তার ব্যাটিং অনুসরণ করেছি। কানাডার টি-২০ লিগে তার নেতৃত্ব ভুলে গেলে চলবে না। ব্রাম্বেলের নেতৃত্বে ওয়েষ্ট ইন্ডিজ-বি দল ফাইনালে উঠেছিল। আমাদের প্রথম পছন্দ হিসেবে নিকোলাস পুরান দলে থাকলেও অনেক দিন ধরেই তার ব্যাক-আপ একজন উইকেটরক্ষক আমরা খুঁজছিলাম। এক্ষেত্রে ২৭ বছর বয়সী ব্রাম্বেলই এই মুহূর্তে সেরা পছন্দ।’

আগামী ৩ ও ৪ আগস্ট ফ্লোরিডায় প্রথম দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ ম্যাচটি ৬ আগস্ট গায়ানায় অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল
জন ক্যাম্পবেল, এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েইট (অধিনায়ক), কিমো পল, সুনিল নারিন, শেল্ডন কটরেল, ওশানে থমাস, অ্যান্থনি ব্রাম্বেল, আন্দ্রে রাসেল ও খারে পিয়েরে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন

জয়হীন থেকেই বিশ্বকাপ শেষ করলো আফগানিস্তান

জয়হীন থেকেই বিশ্বকাপ শেষ করলো আফগানিস্তান

আমি সর্বকালের সেরাদের মধ্যে পড়ি সন্দেহ নেই: গেইল

আমি সর্বকালের সেরাদের মধ্যে পড়ি সন্দেহ নেই: গেইল

গেইলের হঠাৎ ‘ইউ টার্ন’

গেইলের হঠাৎ ‘ইউ টার্ন’