ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯
ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

ছবি : জিম্বাবুয়ে ক্রিকেট

ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। অভিজ্ঞ এ ব্যাটসম্যান জানিন, সফরটা অনেক ভালো যাবে এবং জয়ের ব্যাপারেও তারা আশাবাদী।

বাংলাদেশে এ সিরিজ দিয়েই ক্রিকেটের সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন জিম্বাবুয়ের এ অধিনায়ক। তিনি আরও বলেন, আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। দলের সদস্যরা কঠোর পরিশ্রম করেছে। আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে।

মিরপুর স্টেডিয়ামে দুইদিন অনুশীলন করবে হ্যামিল্টন মাসাকাদজার দল। এরপর ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে বিসিবি একাদশ।

১৩ সেপ্টেম্বর (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। আসরের আরেক দল আফগানিস্তান। যারা ইতোমধ্যে বাংলাদেশে এসে টেস্ট ক্রিকেট খেলছে।

জিম্বাবুয়ে দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, সিন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোতেন্দা মুতুমবদজি, টনি মুনিয়ঙ্গা, কাইল জার্ভিস, তেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপুফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, আইন্সলে এনডলোভু, তিমিসেন মারুমা ও রায়ান বার্ল।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিকান্দার রাজাকে ছাড়া বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

সিকান্দার রাজাকে ছাড়া বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

অবশেষে ঢাকায় আসছে জিম্বাবুয়ে-আফগানিস্তান, সূচি প্রকাশ

অবশেষে ঢাকায় আসছে জিম্বাবুয়ে-আফগানিস্তান, সূচি প্রকাশ

অবসর ঘোষণায় বাংলাদেশকে বেছে নিলেন মাসাকাদজা

অবসর ঘোষণায় বাংলাদেশকে বেছে নিলেন মাসাকাদজা

পুনর্বহাল হলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড

পুনর্বহাল হলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড