বিদায়ী ম্যাচে আফগানিস্তানকে নিজেই হারালেন মাসাকাদজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯
বিদায়ী ম্যাচে আফগানিস্তানকে নিজেই হারালেন মাসাকাদজা

ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচ দিয়ে আর্ন্তজাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। নিজের বিদায়ী ম্যাচে দারুণ নৈপুণ্য দিয়ে স্মরণীয় করে রাখলেন তিনি। ব্যাট হাতে ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলে শক্তিশালী আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিলেন মাসাকাদজা।

টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে সান্ত্বনার জয় দিয়ে আসর শেষ করলো জিম্বাবুয়ে। লিগ পর্বে ৪ ম্যাচ খেলে মাত্র ১টি জয়ের স্বাদ পেল মাসাকাদজার দল। পাশাপাশি টি-২০ ক্রিকেটে এই প্রথমবার আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। জিম্বাবুয়ে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ করে আফগানিস্তান।

দুই ওপেনার রহমনউল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাই উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন আফগানিস্তানকে। ৯ দশমিক ৩ ওভারে ৮৩ রান যোগ করেন তারা। এতে বড় সংগ্রহের ভিত পায় আফগানরা। তবে ১৪তম ওভারে দলীয় ১১৬ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নিলে পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি আফগানিস্তান।

১৫৬ রানের জয়ের লক্ষ্যে দলের ইনিংস শুরু করেই বিধ্বংসী রূপ দেখান মাসাকাদজা। ইনিংসের প্রথম বলে চার ও দ্বিতীয় ছক্কা মারেন তিনি। তার ব্যাটিংয়ে দৃঢ়তায় পাওয়ার প্লেতে ৪৩ রান পায় জিম্বাবুয়ে। তবে আরেক ওপেনার ব্রেন্ডন টেইলর ১৭ বলে ১৯ রান করে থামেন।

এরপর রেজিস চাকাভাকে নিয়ে স্কোরবোর্ডে অনায়াসে রান যোগ করতে থাকেন মাসাকাদজা। তাতে ১২ ওভারেই শতরানে পৌঁছে যায় জিম্বাবুয়ের সংগ্রহ। এর মধ্যে ৬৬ ম্যাচের ক্যারিয়ারে ১১তম হাফসেঞ্চুরির স্বাদ নিয়ে নেন মাসাকাদজা।

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় হাফ-সেঞ্চুরির পরও নিজের ইনিংসটি বড় করতে থাকেন মাসাকাদজা। এতে জিম্বাবুয়ের জয় অনেকটাই সহজ হতে যায়। তবে ১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১১০ রানে আউট হয়ে যান মাসাকাদজা।

আফগানিস্তানের ডান হাতি পেসার দৌলত জাদরানের শিকার হওয়ার আগে ৪টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় উইকেটে চাকাভার সাথে ৪৭ বলে ৭০ রান যোগ করেন মাসাকাদজা। ম্যাচ সেরা নির্বাচিত হস জিম্বাবুয়ের এমপোফু।

এরপর চাকাভাও ৩২ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করে আউট হন। তখন জয় থেকে ১৭ রান দূরে দাঁড়িয়ে জিম্বাবুয়ে। ৩ বল হাতে রেখে দলের প্রয়োজনীয় ১৭ রান পূরণ করেছেন সিন উইলিয়ামস ও মুতোমবদজি। উইলিয়ামস ২৪ বলে অপরাজিত ২১ ও মুতোমবদজি ১ রানে অপরাজিত করেন। আফগানিস্তানের মুজিব উর রহমান ২৮ রানে ২ উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালের আগে জয় তুলে আত্মবিশ্বাসী হতে চায় বাংলাদেশ

ফাইনালের আগে জয় তুলে আত্মবিশ্বাসী হতে চায় বাংলাদেশ

বিয়ের গুজবে বেজায় চটেছেন আফিফ

বিয়ের গুজবে বেজায় চটেছেন আফিফ

ভালো বোধ করলেও অনিশ্চিত আমিনুল

ভালো বোধ করলেও অনিশ্চিত আমিনুল

করুনারত্নে-মালিঙ্গাদের জরিমানার পরামর্শ

করুনারত্নে-মালিঙ্গাদের জরিমানার পরামর্শ