দিল্লিতে হারলেও রাজকোটে আত্মবিশ্বাসী ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৯
দিল্লিতে হারলেও রাজকোটে আত্মবিশ্বাসী ভারত

দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারলেও রাজকোটে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ভারত। এমনকি সিরিজ রক্ষায় ঘুরে দাঁড়াতে ভারত আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন দেশটির লেগ স্পিনার যুজবেন্দ্রা চাহাল।

দলের অনুশীলন শেষে সাংবাদিকদের চাহাল বলেন, ‘সব কিছুর আগে আমাদের বাংলাদেশ দলের প্রশংসা করা উচিত। দিল্লিতে তারা খুবই ভালো খেলেছে। জানি আমাদেরকে একটি ভালো দল হিসেবে বিবেচনা করা হয়। তবে আপনি যদি দেখেন গত কয়েকটি ম্যাচে বাংলাদেশ দল আমাদের বিপক্ষে যথার্থ লড়াই করেছে।’

তিনি বলেন, ‘মুশফিকুর রহিম খুব ভালোভাবে টার্গেটটি ক্যালকুলেট করেছেন। তবে এটা চাপের বিষয় নয়; এটা তিন ম্যাচের সিরিজ। আমরা এখন ০-১ ব্যবধানে পিছিয়ে আছি। এখনো সামনে দুই ম্যাচ বাকি আছে এবং নিজেদের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

ভারতীয় এ স্পিনার বলেন, ‘আমরা ইতিবাচক আছি। বিষয়টি এমন নয় যে, আগে কোন সিরিজে প্রথম ম্যাচে হারার পরও আমরা সিরিজ জিততে পারিনি। আমরা প্রথম ম্যাচের কথা ভুলে গেছি এবং সবাই ইতিবাচক আছি। আপনি যদি শেষ ম্যাচের কথা বেশি চিন্তা করেন তবে নেকিবাচক অনেক কিছুই বেরিয়ে আসবে। তবে আমরা নতুন করে শুরু করতে চাই।’

প্রথম ম্যাচে পরাজিত হওয়ার সমর্থক ও সাবেক খেলোয়াড়দের কাছ থেকে সমালোচনা সত্ত্বেও ভারতীয় দল কোন চাপে নেই উল্লেখ করেন চাহাল। বলেন, ‘কোন চাপ নেই। এটা দ্বিপাক্ষিক, তিন ম্যাচের সিরিজ এবং এটা নকআউট কোন প্রতিযোগিতা নয়। অবশ্যই এক দল জিতবে এবং আরেক দল হারবে। সেদিন তারা ভালো খেলেছে।’

তারণ্য নির্ভর বাংলাদেশ দলের বিশেষ করে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের ভুয়সী প্রশংসা করে চাহাল বলেন, ‘সাকিব-তামিমকে ছাড়াও বাংলাদেশ খুবই শক্তিশালী একটি দল। তাদের সবাই অভিজ্ঞ। এমনকি নতুন লেগ স্পিনার (বিপ্লব) খুব ভালো বোলিং করেছেন। কেবলমাত্র সাকিব-তামিম নেই বলে আমরা বাংলাদেশ দলকে দুর্বল ভাবছি না। তারা খুবই ভালো একটি দল এবং আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ভালো খেলার রহস্য জানালেন আফিফ

ভালো খেলার রহস্য জানালেন আফিফ

দ্বিতীয় ম্যাচের আগে টাইগারদের মনোযোগ ফিল্ডিংয়ে

দ্বিতীয় ম্যাচের আগে টাইগারদের মনোযোগ ফিল্ডিংয়ে

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক