দ্বিতীয় ম্যাচে টস হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৭ নভেম্বর ২০১৯
দ্বিতীয় ম্যাচে টস হারলো বাংলাদেশ

স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে দ্বিতীয় ম্যাচে টস হেরেছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফলে প্রথম ম্যাচে প্রথমে বল হাতে মাঠে নামলেও দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট হাতে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে রাজকোটে।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। জয় পাওয়া প্রথম ম্যাচের একাদশই রেখেছে বাংলাদেশ। কোন পরিবর্তন ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, প্রথম ম্যাচের একাদশই অব্যাহত রেখেছে ভারত।

প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে আরাফাত সানি, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন এবং ভারত একাদশে সঞ্জু স্যামসন, মনিষ পান্ডিয়া, রাহুল চাহার ও শারদুল ঠাকুরের জায়গা না হওয়া দ্বিতীয় ম্যাচেও জায়গা পাননি।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋসভ পান্থ, ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, দিপক চাহার ও খলিল আহমেদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

বাংলাদেশ ক্রিকেট দলকে সাকিবের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে সাকিবের অভিনন্দন

ভালো খেলার রহস্য জানালেন আফিফ

ভালো খেলার রহস্য জানালেন আফিফ

শেখ হাসিনাকে বিশেষ স্মারক দিচ্ছে ক্যাব

শেখ হাসিনাকে বিশেষ স্মারক দিচ্ছে ক্যাব