লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ার পর কেলেঙ্কারির জন্ম দিয়েছেন লুইস সুয়ারেজ। ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়কে আক্রমণের পাশাপাশি সাউন্ডার্স কোচিং স্টাফের এক সদস্যের গায়ে থুতু নিক্ষেপ করেন তিনি।
রোববার লুমেন ফিল্ডে রেকর্ড দর্শকদের সামনে লিওনেল মেসি এবং ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে হারিয়ে সিয়াটল সাউন্ডার্স লিগস কাপ জিতে নেয়। এ জয়ের মাধ্যমে উত্তর আমেরিকার ট্রফির সংগ্রহ পূর্ণ করে তারা।
ফাইনালের শেষ বাঁশির পরপরই ৩৮ বছর বয়সী উরুগুয়ের স্ট্রাইকার তরুণ মিডফিল্ডার ওবেড ভার্গাসকে হেডলকে চেপে ধরেন। এতে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ক্যামেরায় ধরা পড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সময় সিয়াটলের এক কোচকে সামনে পেয়ে কথা বলতে শুরু করে সুয়ারেজ। তাকে থামানোর চেষ্টা করা হলেও এক পর্যায়ে কোচের গায়ে থুতু ফেলেন সুয়ারেজ।
ইন্টার মায়ামি কোচ হাভিয়ের ঘটনাটি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি। তবে সাউন্ডার্স কোচ ব্রায়ান শমেটজার বলেছেন, “এ ধরনের কাণ্ড আসল গল্প হওয়া উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের অসাধারণ পারফরম্যান্স থেকে মনোযোগ সরিয়ে নেবে।”
The Inter Miami attacker allegedly spat on a Sounders security guard after losing the Leagues Cup final. pic.twitter.com/w86gJ94fRx
— Yahoo Sports (@YahooSports) September 1, 2025
তিনি আরও বলেন, “আমি মনে করি, আমরা এটাকে প্রশংসা হিসেবেও নিতে পারি! যে মিয়ামির হতাশার কারণে মাঠে এমন কিছু ঘটনা ঘটেছে, যা মাঠে ঘটা উচিত নয়।”
তবে সুয়ারেজের ভূমিকার জন্য তদন্ত করা হবে। ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়ের নামের পাশে খেলার অন্যতম ‘সেরা ভিলেন’ হিসেবে খ্যাতি রয়েছে। ২০১৪ বিশ্বকাপে জর্জিও কিয়েলিনিকে কামড় দিয়ে সেই খ্যাতি আও মজবুত করেছেন সুয়ারেজ।
এছাড়া ক্লাবে খেলার সময়ও প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ানো এবং বর্ণবাদী নির্যাতনের জন্যও তাকে শাস্তি দেওয়া হয়েছিল।