রোহিতের ব্যাটিং তাণ্ডবে সমতায় ফিরলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ০৭ নভেম্বর ২০১৯
রোহিতের ব্যাটিং তাণ্ডবে সমতায় ফিরলো ভারত

প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশকে সিরিজ জয়ের সুযোগ দেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের ব্যাটিং তাণ্ডবে সহজেই জয় তুলে নিয়েছে ভারত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৪৩ বলে ৮৫ রানের ইনিংসে সহজেই জয় তুলে নিয়েছে ভারত। এ জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ভারত।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ব্যাট করতে নেমে অনেকটা বড় কিছুর ঈঙ্গিত দেন দুই ওপেনার লিটন দাস ও নাইম। ইনিংসের প্রথম পাঁচ বল মাত্র ২ রান নিলেও শেষ বলে বাউন্ডারি আদায় করেন লিটন।

দ্বিতীয় ওভারের শুরুতেই আগ্রাসী হন নাইম। ভারতের বাঁ-হাতি পেসার খলিল আহমেদের প্রথম তিন বলে মারেন তিনটি চার। ঐ ওভারে আসে ১৪ রান। পাওয়া প্লেতে বাংলাদেশের স্কোরে জমা পড়ে বিনা উইকেটে ৫৪ রান। এ সময় লিটন ৪টি চারে ১৭ বলে ২৬ ও নাইম ৫টি চারে ২০ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।

পাওয়ার প্লে’তে চার বোলার ব্যবহার করেও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি ভারতের অধিনায়ক রোহিত। অবশেষে অষ্টম ওভারে বিচ্ছিন্ন হন লিটন-নাইম। রান আউটের ফাঁদে পড়ে ফিরে যান লিটন। ২১ বলে ২৯ রান করেন তিনি।

লিটন ফিরলে ক্রিজে নাইমের সঙ্গী হন সৌম্য সরকার। দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন তারা। তবে ১৯ বলে ২৩ রানের বেশি যোগ করতে পারেননি তারা। ৩১ বলে ৩৬ রান করা নাইমকে বিদায় দেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর। দলীয় ৮৩ রানে আউট হন নাইম। এরপর ব্যাট হাতে নামেন আগের ম্যাচের হিরো মুশফিকুর রহিম।

গত ম্যাচে জয়ের নায়ক মুশফিককে এই ম্যাচে সেট হওয়ার সুযোগ দেননি ভারতের আরেক স্পিনার যুজবেন্দ্রা চাহাল। বাংলাদেশের স্কোর শতরানে পৌঁছানোর আগে মুশফিক নিজের নামের পাশে ৪ রান রেখে সাজঘরে ফেরেন।

১৩তম ওভারের প্রথম বলে মুশফিক তুলে নিয়ে ওভারের শেষ বলে আবারও উইকেট নেন চাহাল। এবার চাহালের শিকার হন উইকেটে সেট হয়ে যাওয়া সৌম্য। ২টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ৩০ রান করেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। ফলে দুর্দান্ত শুরুর পর ১৩ ওভার শেষে ৪ উইকেটে ১০৩ রান নিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখান অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। রয়েসয়ে এগোতে থাকেন তারা। তবে ১৭তম ওভারের তৃতীয় বলে বিদায় ঘটে আফিফের। ৮ বলে ৬ রান করেন আফিফ। ১৯তম ওভারের তৃতীয় বলে ভুল শট খেলেই বিদায় নেন মাহমুদউল্লাহ। ৪টি চারে ২১ বলে ৩০ রান করেন তিনি।

শেষ ৯ বল থেকে রান আসে মাত্র ১১ রান। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ৯ বলে ৭ ও আমিনুল ইসলাম ৫ বলে ৫ রান নিয়ে ইনিংস শেষ করেন। ভারতের চাহাল ২টি, সুন্দর-খলিল-চাহার ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলাদের ওপর তাণ্ডব চালান রোহিত শর্মা। ওপেনার দাওয়ানকে নিয়ে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। শেষ পর্যন্ত ৪৩ বলে ৮৫ রানে সাজঘরে ফেরেন রোহিত। তার এ ইনিংসের মধ্যে ৬টি করে চার ও ছয়ের মার রয়েছে।

রোহিতের এমন তাণ্ডবে ভারতের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ২৬ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। রোহিত ছাড়া ২৭ বলে ৩১ রান করে আউট হন দাওয়ান। এছাড়া রাহুল ৮ ও আইয়ার ১৩ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের আমিনুল ২৯ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৫৩/৬, ২০ ওভার (নাইম ৩৬, সৌম্য ৩০, মাহমুদউল্লাহ ৩০, লিটন ২৯, চাহাল ২/২৮)
ভারত : ১৫৪/২, ১৫.৪ ওভার (রোহিত ৮৫, ধাওয়ান ৩১, আমিনুল ২/২৯)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : রোহিত শর্মা (ভারত)
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাট-গ্লাভস রেখে ধারাভাষ্যকার হচ্ছেন ধোনি

ব্যাট-গ্লাভস রেখে ধারাভাষ্যকার হচ্ছেন ধোনি

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গোলপি বলে দিবা-রাত্রির টেস্ট নিয়ে উচ্ছ্বসিত রোহিত

গোলপি বলে দিবা-রাত্রির টেস্ট নিয়ে উচ্ছ্বসিত রোহিত

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট