বাংলাদেশ-পাকিস্তান সিরিজে অভিষেক হচ্ছে মাদুগালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ পিএম, ২২ জানুয়ারি ২০২০
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে অভিষেক হচ্ছে মাদুগালের

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার (২২ জানুয়ারি) মাদুগালের নাম ঘোষণা করেছে আইসিসি। এবারই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন মাধুগালে।

১৯৮৮ সালে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাদুগালে। এরপর ১৯৯৩ সালে আইসিসির রেফারি হিসেবে দায়িত্ব পান তিনি।

এখন পর্যন্ত ১৭৫টি টেস্ট ও ৩০৪টি ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন মাধুগালে। ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচেও একই দায়িত্ব পালন করেন ৬০ বছর বয়সী এ রেফারি। যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

পাকিস্তানের মাটিতেও টেস্ট ও ওয়ানডে ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মাধুগালে। এখানে ১৫টি টেস্ট এবং ২০ ওয়ানডে পরিচালনা করেছেন তিনি। কিন্তু পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা হয়নি তার।

অবশেষে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের মাটিতে রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাধুগালে। সিরিজের তিনটি ম্যাচেই রেফারি হিসেবে থাকবেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্বে থাকলেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় আহসান রাজা ও শোজাব রাজা। তৃতীয় আম্পায়ার থাকবেন আহমেদ শাহাব এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তারিক রশিদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান যেতে ‘বাধ্য হওয়ার’ কারণ জানালেন পাপন

পাকিস্তান যেতে ‘বাধ্য হওয়ার’ কারণ জানালেন পাপন

বিশেষ বিমানে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট দল

বিশেষ বিমানে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট দল

গিবসনকে বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

গিবসনকে বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব