সিরিজ হারলেও সর্বোচ্চ রান তামিমের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ এএম, ২৮ জানুয়ারি ২০২০
সিরিজ হারলেও সর্বোচ্চ রান তামিমের

নিরাপত্তা শঙ্কা নিয়ে প্রথম দফায় পাকিস্তান সফর শেষ করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারলেও শেষ ম্যাচ খেলতে দেয়নি বৃষ্টি। ফলে ২-০ ব্যবধানেই স্বাগতিক পাকিস্তানের কাছে সিরিজ হারে সফরকারী বাংলাদেশ।

সোমবার (২৭ জানুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এদিকে তিন ম্যাচ সিরিজে ২-০ তে হারলেও সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৪ রান করেছেন তিনি।

প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ইনিংস খেলেছেন তিনি। ৫৩ বলে ৬৫ রান করেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে সিরিজের দুটি ম্যাচই ব্যাটিং ব্যর্থতায় হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ।

তামিমের পর রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৮৪ রান করেছেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে বাংলাদেশের পক্ষে তামিম ছাড়া আছেন ওপেনার মোহাম্মদ নাইম। ২ ইনিংসে তিনি করেছেন ৪৩ রান।

সিরিজে সর্বোচ্চ রান করা পাঁচ ব্যাটসম্যান
১. তামিম ইকবাল (বাংলাদেশ) : রান ১০৪
২. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) : রান ৮৪
৩. বাবর আজম (পাকিস্তান) : রান ৬৬
৪. শোয়েব মালিক (পাকিস্তান) : রান ৫৮
৫. মোহাম্মদ নাইম (বাংলাদেশ) : রান ৪৩।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ ম্যাচটি খেলা হলো না বাংলাদেশ-পাকিস্তানের

শেষ ম্যাচটি খেলা হলো না বাংলাদেশ-পাকিস্তানের

টাইগারদের ক্ষুধা নেই, মানসিকতাও দুর্বল

টাইগারদের ক্ষুধা নেই, মানসিকতাও দুর্বল

টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আবারও সেই একই আক্ষেপ, সমাধান অজানা

আবারও সেই একই আক্ষেপ, সমাধান অজানা