পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০
পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

ফাইল ছবি

নিরাপত্তার শঙ্কায় প্রথমে যেতে না চাইলে শেষ পর্যন্ত তিন দফায় পাকিস্তান সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার পাকিস্তান সফর বাতিল করলো দক্ষিণ আফ্রিকা। তবে নিরাপত্তার কারণে নয়, প্রোটিয়ারা সফর বাতিল করেছে খেলোয়াড়দের কাজের চাপ কমাতে।

মার্চে পাকিস্তান সফরে যাওয়া কথা ছিল দক্ষিণ আফ্রিকার। সফরে ১৮ মার্চ থেকে সফরে রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের। তবে দেশটিতে সফর বাতিল করেছে দক্ষি আফ্রিকা।

প্রস্তাবিত এ সফর বাতিল নিরাপত্তার কারণে নয়। খেলোয়াড়দের কাজের চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা খেলোয়াড়দের কাজের চাপ বিবেচনা করে মার্চে ভারত সফরের পর পাকিস্তানে তাদের প্রস্তাবিত টি-টোয়েন্টি সফর বাতিল করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সিএসএ সময় সুযোগ বুঝে পরবর্তীতে সিরিজে সূচি ঘোষণা করবে।

বর্তমানে নিজ মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল। ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট ও তিন ওয়ানডের পর বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে প্রোটিয়ারা। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এ সিরিজ শেষ হবে ৭ মার্চ। এরপর ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে প্রোটটিয়রাদের। যা শুরু হবে ১২ মার্চ। এমন ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের চাপ কমাতে পাকিস্তান সফর বাতিল করলো দক্ষিণ আফ্রিকা।


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই ‘নো বলে’ নতুন প্রযুক্তি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই ‘নো বলে’ নতুন প্রযুক্তি

১১ বছর পর সেই লাহোরে সাঙ্গাকারা

১১ বছর পর সেই লাহোরে সাঙ্গাকারা

পঞ্চমবারের মতো মুক্ত হলেন হাফিজ

পঞ্চমবারের মতো মুক্ত হলেন হাফিজ

পাত্তাই পেল না বাংলাদেশ, ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক

পাত্তাই পেল না বাংলাদেশ, ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক