২২২ রানেও দক্ষিণ আফ্রিকার হার, ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০
২২২ রানেও দক্ষিণ আফ্রিকার হার, ইংল্যান্ডের সিরিজ জয়

সিরিজের প্রথম ম্যাচে ১ রানে হার, দ্বিতীয় ম্যাচে ২ রানের জয় এবং শেষ ম্যাচে ২২৩ রানের টার্গেট পেরিয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল সফরকারী ইংল্যান্ড।

রোববার (১৬ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগদিক দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতেও দুর্দান্ত খেলে তারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিকরা।

তবে ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার, জনি বেয়ারস্টো ও ইয়ান মরগান। ৫৭ ও ৬৪ রান করে বাটলার ও বেয়ারস্টো আউট হলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ফেরেন অধিনায়ক ইয়ান মরগান। ২২ বলে দৃষ্টিনন্দন ৭টি ছক্কায় অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন মরগান।

২২৩ রানের পাহাড়সহ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪৯ বলে ৯১ রানের জুটি গড়েন অন্য ওপেনার জস বাটলার।

৩৯ রানের ব্যবধানে ইংল্যান্ড ৩ উইকেট হারায়। দলীয় ১০৬ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন বাটলার। তার আগে ২৯ বলে ৯টি চার ও দুই ছক্কায় ৫৭ রান করেন তিনি। ৩৪ বলে ৭টি চার ও তিন ছক্কায় ৬৪ রান করে ফেরেন জনি বেয়ারস্টো। ১২ বলে ১১ রান করে আউট হন ডেভিড মালান।

শেষ দিকে জয়ের জন্য ৩৬ বলে প্রয়োজন ছিল ৭৬ রান। এ অবস্থায় ১২.৬৬ গড়ে রান তুলতে গিয়ে ব্যাটিং তাণ্ডব শুরু করেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। ১৫তম ওভারে ডোয়েন পিটোরিয়াসকে দুটি ছক্কা হাঁকিয়ে ১৫ রান আদায় করে নেন। পরের ওভারে ডেল স্টেইনের বলে এক ছক্কা হাঁকিয়ে আদায় করেন ৯ রান।

শেষ ২৪ বলে প্রয়োজন পড়ে ৫৩ রানের। ১৭তম ওভারে লুঙ্গি এনডিগির বলে দুটি ছক্কা আর একটি চার হাঁকিয়ে ২০ রান আদায় করেন মরগান। পরের ওভারে আন্দিল ফেহালুকাওয়ের বলে দুটি ছক্কা হাঁকিয়ে ১৬ রান আদায় করেন বেন স্টোকস।

জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন হয় মাত্র ১৭ রান। ১৯তম ওভারের প্রথম বলে বেন স্টোকসের উইকেট হারালেও লুঙ্গি এনডিগির চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ১৬ রান আদায় করেন মরগান। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন হয় মাত্র ১ রানের। যা ফেহালুকাওয়ের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অলরাউন্ডার মঈন আলী।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৪ রান করে দক্ষিণ আফ্রিকা। এর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের এমন হার নিজেদের ইতিহাসে প্রথম

ইংল্যান্ডের এমন হার নিজেদের ইতিহাসে প্রথম

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা

বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা

‘ভাঙা পাঁজর’ নিয়ে হতাশ এন্ডারসন

‘ভাঙা পাঁজর’ নিয়ে হতাশ এন্ডারসন