শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ এএম, ০২ মার্চ ২০২০
শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এবার শূন্য হাতেই বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশের মেয়েরা।

সোমবার (২ মার্চ) টুর্নামেন্টের ১৭তম এবং নিজেদের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২৭ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের জয়ে তুলে নেয় শ্রীলঙ্কার মেয়েরা।

ব্যাট হাতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলোদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ৭ বল মোকাবেলা করে ৩ রান করে বিদায় নেন। ওয়ান ডাউনে নেমে আরেক ওপেনার আয়েশা রহমানকে নিয়ে ভালো শুরু করে করেন সানজিদা ইসলাম।

ষষ্ঠ ওভারের প্রথম বলে সানিজদাও ফিরে যান। ফলে দলীয় ২৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।  ১২ বল মোকাবেলা করে ২ চারের মারে ১৩ রান করেন সানজিদা।

সানজিদার বিদায়ের পর মাঠে আসেন নিগার সুলতানা। তিনিই দলের রানের চাকা সচল রাখেন। শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়ার আগে ৪৫ বল মোকাবেলা করে ৩৯ রান করেন নিগার।

নিগার সুলতানার ৩৯ রানই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত রান। এছাড়া ফারজানা হক ১৯ বলে ১৩ রান করেন। আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। বাংলাদেশের স্কোর থেমে যায় ৯১ রানে।

৯২ রানের টার্গেটে খেলতে মেনে দুর্দান্ত শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার। সেখানে বাংলাদেশের বোলাররা ছিলেন পুরো অসহায়। ওপেনিং জুটিতে ৫০ রান তোলার পর দলীয় ৫১ রানের প্রথম ও একমাত্র ইউকেট হারায় শ্রীলঙ্কা। বাকি সময় আর কোন উইকেট নিতে পারেনি সালমা খাতুনরা।

১৫ ওভার ৩ বলে (১৭ বল হাতে রেখে) ৯২ রান তুলে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন নাদিয়া আকতার।

এ হারে আগেই বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশের কোন পয়েন্ট অর্জন ছাড়াই বিশ্বকাপ মিশন শেষ হলো। গ্রুপ-এ পর্বের আগের তিন ম্যাচে ভারতে বিপক্ষে ১৮ রানে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও ১৭ রানে হেরে যায় বাংলাদেশের মেয়েরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ রান দূরে থেকে হার দেখলো সালমা-সুলতানারা

১৮ রান দূরে থেকে হার দেখলো সালমা-সুলতানারা

দুই বিভাগেই ব্যর্থতা, বিশ্বকাপে টানা হার সালমাদের

দুই বিভাগেই ব্যর্থতা, বিশ্বকাপে টানা হার সালমাদের

চমক দেখিয়েও হার, বাংলাদেশের বিদায়

চমক দেখিয়েও হার, বাংলাদেশের বিদায়

বড় দলের বিপক্ষে বেশি খেলতে চান ফারজানারা

বড় দলের বিপক্ষে বেশি খেলতে চান ফারজানারা