ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৭ মে ২০২০
ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে অন্যান্য খেলার মতো বন্ধ সবধরনের ক্রিকেট টুর্নামেন্ট। খেলা না থাকায় ঘরে বসে অলস সময় পার করছেন ক্রিকেটাররা। অবসর এই সময়ে নিজেদের পছন্দ মতো একাদশ তৈরি করছেন অনেকেই। এবার নিজের পছন্দ মতো সেরা ফ্র্যাঞ্চাইজি একাদশ তৈরি করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

ব্রাভোর সেরা একাদশে জায়গা পেয়েছেন উইন্ডিজের ৫ ক্রিকেটার। এছাড়া ভারতের ৩ জন, অস্ট্রেলিয়ার ২ জন আর বাংলাদেশের ১ জন। বাংলাদেশ থেকে আছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।

ব্রাভোর একাদশে ইনিংসের গোড়াপত্তন করবেন ভারতের মাস্টার ব্লাস্টার ও মুম্বাই ইন্ডিয়ান্সের শচীন টেন্ডুলকার ও মেলবোর্ন রেনেগেডসের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনে ব্যাট করতে নামবেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। চারে বাংলাদেশের সাকিব আল হাসান।

উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। লোয়ার মিডল অর্ডারে মুম্বাইয়ের কাইরন পোলার্ড ও কলকাতার নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। আর বোলিং হিসেবে আছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের সুনীল নারিন, ত্রিনিদানের রবি রামপাল, রেনেগেডসের পেসার কেন রিচার্ডসন ও ত্রিনিদানের স্পিনার স্যামুয়েল বদ্রি।

উইন্ডিজ তারকা ক্রিকেটার ডিজে ব্রাভো রিজার্ভ বেঞ্চে রেখেছেন মেলবোর্ন স্টার্সের গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও ত্রিনবাগোর ড্যারেন ব্রাভোকে।

ব্রাভোর সেরা ফ্র্যাঞ্চাইজি একাদশ
শচীন টেন্ডুলকার, অ্যারন ফিঞ্চ, সুরেশ রায়না, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রবি রামপল, কেন রিচার্ডসন ও স্যামুয়েল বদ্রি।

রিজার্ভ বেঞ্চ
গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও ড্যারেন ব্রাভো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পোর্টস থ্রি সিক্সটি'র সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

স্পোর্টস থ্রি সিক্সটি'র সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

রাসেল আমাদের গেইল, আমাদের লারা : ব্রাভো

রাসেল আমাদের গেইল, আমাদের লারা : ব্রাভো

করোনা নিয়ে ব্রাভোর গান ‘আমরা হাল ছাড়ছি না’

করোনা নিয়ে ব্রাভোর গান ‘আমরা হাল ছাড়ছি না’

নিজেকে শিশু মনে করছেন ব্রাভো

নিজেকে শিশু মনে করছেন ব্রাভো