বিশ্বকাপের পর আইপিএলকে সেরা টুর্নামেন্ট বলছেন বাটলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ পিএম, ২৪ মে ২০২০
বিশ্বকাপের পর আইপিএলকে সেরা টুর্নামেন্ট বলছেন বাটলার

ফাইল ছবি

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভারতের আইপিএল। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারের রোষের মুখে পড়েছে আইপিএল। ক্ষুব্ধ বর্ডার জানিয়েছিলেন, করোনা-উদ্ভূত পরিস্থিতির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি পিছিয়ে যায়, তা হলে সেই জায়গায় আইপিএল করার ঘোর বিরোধী তিনি।

তবে এদিকে আইপিএলের প্রশংসায় মজেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তিনি বলেন, ‘আইপিএলের জন্য ইংল্যান্ডের ক্রিকেটের উন্নতি হয়েছে। গত কয়েক বছরে আইপিএলে ইংলিশ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে।’

বাটলার নিজেও এই টুর্নামেন্ট খেলতে চান। ২০১৬ থেকে তিনি আইপিএলে খেলছেন। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমি এই টুর্নামেন্ট খেলার জন্য মরিয়া ছিলাম। আমার মতে, বিশ্বকাপ সরিয়ে রাখলে, এটাই সেরা টুর্নামেন্ট।’

আইপিএলে তারকার মেলা। রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচ হয়। বাটলার সেই প্রসঙ্গে বলেছেন, ‘আইপিএলে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সব লড়াই হয়। ব্যাঙ্গালোর সেরা তিনটে দলের মধ্যে থাকবে। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকা রয়েছে। অন্যদিকে জসপ্রীত বুমরা, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গার মতো সব বোলার রয়েছে।’

বাটলারের মতে, উঠতি ক্রিকেটার থেকে ক্রিকেট শিক্ষার্থী সবাই আইপিএল খেলতে চায়। একসঙ্গে এত তারকার সমাবেশ বিশ্বকাপ ছাড়া আর কোথায় বা সম্ভব!

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের সাফল্যের জন্য এবাদতকে কৃতিত্ব দিচ্ছেন রাহী

নিজের সাফল্যের জন্য এবাদতকে কৃতিত্ব দিচ্ছেন রাহী

আম্পায়ারের কাছে রাখা যাবে না টুপি-তোয়ালে

আম্পায়ারের কাছে রাখা যাবে না টুপি-তোয়ালে

হগের সময়ের সেরা টেস্ট একাদশে বাবর, নেই কোহলি

হগের সময়ের সেরা টেস্ট একাদশে বাবর, নেই কোহলি

চেন্নাইতে খেললেই ক্রিকেটারের ক্যারিয়ার রঙিন হয়!

চেন্নাইতে খেললেই ক্রিকেটারের ক্যারিয়ার রঙিন হয়!