ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ২০ জুন ২০২০
ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সানে

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হননি জার্মানির উইঙ্গার লেরয় সানে। ফলে বর্তমান চুক্তি শেষে তিনি ম্যানসিটি ছেড়ে নিজের পথ ধরতে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

জার্মানির এই আন্তর্জাতিক তারকার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদের আর ১২ মাস বাকি রয়েছে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে তিনি এখন ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সিটি বস বলেন, কেউ তাকে নিতে চাইলে সে ক্লাব ছাড়তে পারবে।

শুক্রবার (১৯ জুন) তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে লেরয় সানে। সবাই জানে মৌসুম শেষে তাকে পেতে চায় দুটি ক্লাব। সেও চলে যেতে পারবে। যদি তা না হয় তাহলে চুক্তি শেষে এই ক্লাব ছেড়ে যেতে পারবে সানে। এই ক্লাবটি দুই তিনবার তাকে (নতুন চুক্তির) প্রস্তাব দিয়েছে। তবে সে তাতে রাজি হয়নি।’

২৪ বছর বয়সী এই উইঙ্গার ২০১৬ সালে সালকে থেকে ম্যানসিটিতে যোগ দেন। এই সময়ের মধ্যে সিটিজেনদের হয়ে প্রিমিয়ার লিগের দুটি শিরোপা লাভ করেছেন তিনি। তবে গত আগস্টে লিভারপুলের বিপক্ষে কম্যুনিটি শিল্ডের ম্যাচে খেলার সময় হাঁটুর লিগামেন্টে আঘাত পাওয়ার পর এখনও সেরা একাদশের হয়ে মাঠে নামতে পারেননি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত ম্যানসিটিতেই থাকছেন সিলভা

চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত ম্যানসিটিতেই থাকছেন সিলভা

জুলাইয়ে আসতে পারে ম্যানসিটির আপিলের রায়

জুলাইয়ে আসতে পারে ম্যানসিটির আপিলের রায়

করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

জুনে চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির ভাগ্য নির্ধারণ

জুনে চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির ভাগ্য নির্ধারণ