গুঞ্জন সত্যি হলো, রিয়াল ছাড়লেন কোচ জিদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৭ মে ২০২১
গুঞ্জন সত্যি হলো, রিয়াল ছাড়লেন কোচ জিদান

অবশেষে গুঞ্জন সত্যি হলো! রিয়াল ছাড়লেন জিনেদিন জিদান। শিরোপাহীন এক মৌসুম কাটানোর পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। এর আগে প্রথম মেয়াদে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয়ের পর হটাৎ করেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। এবার আর হটাৎ করে নয়, বেশ আগেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠছিলো।

প্রথমবার রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েই জিতিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এছাড়াও প্রথম মেয়াদের টানা তিন মৌসুম বেশ সাফল্য এনে দিয়েছিলেন জিদান। দলের ক্রান্তি লগ্নে এবারও দলের দায়িত্ব নিয়েই শুরু করেছিলেন বেশ ভালো। দ্বিতীয় মেয়াদের প্রথম মৌসুমে দলকে জিতিয়েছিলেন লা লিগা শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলেছিলেন দলকে।

দ্বিতীয় মৌসুমে এসেই যেন খ্যাপছাড়া হয়ে পড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পুরো মৌসুম জুড়েই দল পরিণত হয় আস্ত এক হাসপাতালে। একের পর এক ইনজুরির কারণে বেশিরভাগ ম্যাচেই দলের সেরা একাদশ নামাতে পারেননি রিয়াল বস জিনেদিন জিদান। তারপরও এ দল নিয়েই শেষ রাউন্ড পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকে রেখেছিলেন রিয়ালকে। তবে, টানা দ্বিতীয়বার ব্যর্থ হন দলকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল বাধা টপকাতে।

                              আরও পড়ুন- ইন্টার মিলান ছাড়ছেন কোচ কন্তে

রিয়াল মাদ্রিদ কোচ জিদানের বিদায়ে তার স্থলাভিষিক্ত হতে পারেন ইন্টার মিলানকে ১১ বছর পর শিরোপা জেতানো অ্যান্তেনিও কন্তে। এছাড়াও এ তালিকায় আছেন সাবেক জুভেন্টাস বস মোসিমো অ্যালেগ্রি। জিদানের পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসের দল ছাড়ার গুঞ্জন আছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকদের উপস্থিতিতে হবে স্পেন-পর্তুগাল ম্যাচ

দর্শকদের উপস্থিতিতে হবে স্পেন-পর্তুগাল ম্যাচ

শ্বাসরুদ্ধকর ফাইনাল, ম্যানইউকে হারিয়ে ভিলারিয়ালের শিরোপা

শ্বাসরুদ্ধকর ফাইনাল, ম্যানইউকে হারিয়ে ভিলারিয়ালের শিরোপা

ক্রিকেট দলের প্রশংসায় বাফুফে 

ক্রিকেট দলের প্রশংসায় বাফুফে 

কখনো ভাবিনি দুই নম্বরে আসবো : মিরাজ

কখনো ভাবিনি দুই নম্বরে আসবো : মিরাজ