বিতর্ক ভুলে ফুটবলে মনোযোগী হওয়ার আহ্বান জিদানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০২২
বিতর্ক ভুলে ফুটবলে মনোযোগী হওয়ার আহ্বান জিদানের

কাতার বিশ্বকাপে মাঠের বাইরের সব বিতর্ককে ভুলে শুধুমাত্র ফুটবলে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা ফ্রান্সের জিনেদিন জিদান। মধ্যপ্রাচ্যে অভিবাসী শ্রমিকদের অধিকারসহ আরও নানা বিষয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মাঠের বাইরের বেশ কিছু বিতর্কে বিশ্বজুড়ে সমালোচনার জবাবে জিদান এ আহবান জানিয়েছেন।

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ৫০ বছর বয়সী জিদান বলেন, ‘আশা করছি সবাই দারুণ একটি টুর্নামেন্ট উপভোগ করবে। তবে আমি কাতার যাব কি-না সে ব্যপারে এখনো নিশ্চিত নই।’

প্রায় এক দশক আগে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার পর থেকে কাতারকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সব কিছুকে পিছনে ফেলে ইতিহাসের অন্যতম সেরা একটি আয়োজন উপহার দেওয়ার জন্য কাতার এখন পুরোপুরি প্রস্তুত।

২০ নভেম্বর থেকে পর্দা উঠছে বিশ্বকাপের। সকল সমর্থকের উদ্দেশ্যে জিদান বলেছেন, এ মুহূর্তে মাঠের বাইরের বিষয় নিয়ে অনেক কথাই উঠবে। কিন্তু এসব ভাবার সময় এখন নয়, এখন শুধুমাত্র ফুটবলকে উপভোগের সময়।

১৯৯৮ সালে ঘরের মাঠে জিদানের নেতৃত্বে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছিল। ২০১০ সালে কাতারকে যখন বিশ্বকাপ আয়োজনের স্বত্ব দেওয়া হয় তখন জিদান ফিফার এ সিদ্ধান্তে দারুণ খুশী হয়েছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জিদানের ‘ঢুস’ আবারও ফিরছে কাতারে

জিদানের ‘ঢুস’ আবারও ফিরছে কাতারে

মেসির টানে গাড়ি চালিয়ে কাতার  যাবেন ভারতীয় নারী

মেসির টানে গাড়ি চালিয়ে কাতার যাবেন ভারতীয় নারী

ক্ষতিপূরণ পাচ্ছেন বিশ্বকাপে আহত কর্মীরা

ক্ষতিপূরণ পাচ্ছেন বিশ্বকাপে আহত কর্মীরা

বিশ্বকাপ চলাকালে ‘বিশেষ সুবিধা’ পাবেন সরকারি চাকরিজীবীরা

বিশ্বকাপ চলাকালে ‘বিশেষ সুবিধা’ পাবেন সরকারি চাকরিজীবীরা