সব ম্যাচে খেলবেন না রোনালদো : ম্যানইউ কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২১
সব ম্যাচে খেলবেন না রোনালদো : ম্যানইউ কোচ

ওল্ড ট্রাফোর্ডে নিজের রাজসিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে ইউনাইটেডের হয়ে দুই গোল করেছেন তিনি। জুভেন্টাস থেকে ফেরার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মনে দারুণ এক উম্মাদনা কাজ করছে। তবে এরই মধ্যে এক দুঃসংবাদ দিলেন ম্যানইউ কোচ।

সব ম্যাচেই রোনালদোকে মাঠে দেখা যাবে না বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড বস ওলে গানার সুলসার। রোনালদোর বয়সের বিষয়টি বিবেচনায় রেখে তাকে অনেক ম্যাচে বিশ্রাম দিবেন বলে জানিয়েছেন তিনি।

সোলসার বলেন, ‘রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সব ম্যাচই খেলবেন না। মৌসুম শুরুর আগে থেকেই সে খেলার মধ্যে আছে। তাই মাঝে মাঝে তাকে বিশ্রাম দেওয়া হবে। তবে তাকে খেলার বাইরে রাখা অসম্ভব। তাই তার সময়টাকে পরিকল্পনা মাফিক কাজে লাগাতে হবে।’

তবে সব ম্যাচে মাঠে না নামলেও চ্যাম্পিয়নস লিগে রোনালদোকে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন সোলসার। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সুইস ক্লাব ইয়ং বয়জের বিপক্ষে ম্যানইউয়ের হয়ে মাঠে নামলে চ্যাম্পিয়নস লিগে ইকার ক্যাসিয়াসের সমান ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন রোনালদো।

ক্রিস্টিয়ানো রোনালদো রেড ডেভিলদের ডেরায় যোগ দেওয়ার পর থেকেই নিজের অবস্থান নিয়েই শঙ্কায় আছেন ম্যাসন গ্রিনউড। এ বিষয়ে কোচ সোলসার বলেন, ‘ম্যাসন (গ্রিনউড) মাত্র ১৯ বছরের, ওকেও খেলার জায়গা করে দিতে হবে। পাশাপাশি রোনালদোকেও জায়গা করে দিতে হবে। এ কারণেই সব ম্যাচেই রোনালদো থাকবেন না।’

রোনালদো ইউনাইটেডে যোগ দেওয়ায় দলে ভালো একটি প্রভাব ফেলেছে। সোলসার বলেন, ‘ফুটবলাদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে উঠেছে। রোনালদো এবং ভারানেকে দেখে সবাই উৎসাহিত হচ্ছে। কারণ তারা দুইজনই চ্যাম্পিয়ন।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দলের তালিকায় এলিটা কিংসলে

জাতীয় দলের তালিকায় এলিটা কিংসলে

বেনজেমার হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে উড়িয়ে দিলো রিয়াল

বেনজেমার হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে উড়িয়ে দিলো রিয়াল

জোড়া গোলে অভিষেক রাঙালেন রোনালদো

জোড়া গোলে অভিষেক রাঙালেন রোনালদো

বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেন উয়েফা প্রধান

বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেন উয়েফা প্রধান