পিএসজির একাদশে মেসি-নেইমার-এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১
পিএসজির একাদশে মেসি-নেইমার-এমবাপে

প্রথমবারের মতো প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে একসাথে মাঠে নামছেন লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে বেলজিয়ান ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচের একাদশে তিনজনকেই শুরুর একাদশে রেখেছেন কোচ মারিসিও পচেত্তিনো।

চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এরপর থেকেই দর্শকরা প্রহর গুনছিলেন কখন পিএসজির হয়ে নেইমার-এমবাপে-মেসি একসাথে মাঠে নামবে। তবে নানা কারণে এতোদিন না হলেও এবার বিশ্ববাসীর স্বপ্নের পূরণ হচ্ছে।

আন্তর্জাতিক বিরতির আগে পিএসজির হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন লিওনেল মেসি। অভিষেক ম্যাচে শুরুর একাদশ নয়, বরং বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। তবে ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো শুরুর একাদশে মেসিকে দেখা যাবে।

আন্তর্জাতিক বিরতির আগের ম্যাচে রেইমসের বিপক্ষে নেইমার-এমবাপে কিংবা মেসি-এমবাপেকে একসাথে মাঠে দেখা গেলেও তিনজনকে একসাথে দেখার স্বপ্ন পূরণ হয়নি। অপেক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণ করেই একসাথে মাঠে নামতে যাচ্ছেন তারা।

ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে পিএসজির আক্রমণের থাকবেন নেইমার-মেসি-এমবাপে। মিডফিল্ডে থাকবেন এন্ডার হেরেইরা, লিওনার্দো পারদেস এবং জর্জিও উইনাল্ডম। রক্ষণভাগ সমালাবেন দিয়ালো, মারকুইনিস, কিমবাপে এবং আশরাফ হাকিমি। গোলবারে থাকছেন কেইলর নাভাস।

নিষেধাজ্ঞার এ ম্যাচে থাকছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। এছাড়াও ইনজুরি থেকে না ফেরায় এখনই মাঠে নামতে পারছেন না সার্জিও রামোস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্নের কাছে মেসিহীন বার্সেলোনার ‘আত্মসমর্পণ’

বায়ার্নের কাছে মেসিহীন বার্সেলোনার ‘আত্মসমর্পণ’

রোনালদোর গোলের পরও ইয়ং বয়েজের জয়োল্লাস

রোনালদোর গোলের পরও ইয়ং বয়েজের জয়োল্লাস

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

সব ম্যাচে খেলবেন না রোনালদো : ম্যানইউ কোচ

সব ম্যাচে খেলবেন না রোনালদো : ম্যানইউ কোচ