ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবল উইন্ডো শেষে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে বাংলাদেশ। ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৯ নম্বর।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নতুন করে র‍্যাঙ্কিং হালনাগাদ করে ফিফা। এতে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮৮ থেকে ১৮৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশ ভারতেরও র‍্যাঙ্কিংয়ের অবনতি হয়েছে।

বাংলাদেশ এক ধাপ নামলেও ভারতের দুই ধাপ অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে ভারতের বর্তমান অবস্থান ১০৭। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান আগের জায়গাতেই আছে।

এক ধাপ পিছিয়ে পড়ায় ভূটানের সাথে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দূরত্ব বেড়েছে। ভূটান আগের মতো ১৮৭ নম্বরেই আছে।

বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচে শতভাগ সাফল্য পাওয়া বেলজিয়াম শীর্ষস্থান ধরে রেখেছে। তবে পিছিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রান্সের বর্তমান অবস্থান ৪।

বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচের মধ্যে দুইটি জয় এবং এক ড্র করায় ইংল্যান্ডের র‍্যাঙ্কিংয়েও দারুণ প্রভাব পড়েছে। বাছাই পর্বে অপরাজিত থাকায় দীর্ঘ নয় বছর পর র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড।

র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়াও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বর্তমান অবস্থান ছয় নম্বরে। এছাড়াও পর্তুগাল সাত এবং ডেনমার্ক ১০ নম্বরে অবস্থান করছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরির মিছিলে বার্সেলোনার পেদ্রি-আলবা

ইনজুরির মিছিলে বার্সেলোনার পেদ্রি-আলবা

পিএসজির একাদশে মেসি-নেইমার-এমবাপে

পিএসজির একাদশে মেসি-নেইমার-এমবাপে

নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল

নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল

বায়ার্নের কাছে মেসিহীন বার্সেলোনার ‘আত্মসমর্পণ’

বায়ার্নের কাছে মেসিহীন বার্সেলোনার ‘আত্মসমর্পণ’